আজ রাজ্য়ে আসছেন নাড্ডা, BJP-র কর্মসূচি ছাড়াও যাবেন মুখ্যমন্ত্রীর পাড়ায় পুজো দিতে

Published : Dec 09, 2020, 11:20 AM IST
আজ রাজ্য়ে আসছেন নাড্ডা,  BJP-র কর্মসূচি ছাড়াও যাবেন মুখ্যমন্ত্রীর পাড়ায় পুজো দিতে

সংক্ষিপ্ত

বুধবার রাজ্য়ে আসছেন জেপি নাড্ডা   কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি  'আর নয় অন্যায়' কর্মসূচি দিয়ে প্রচার শুরু  যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতেও 

বুধবার রাজ্য়ে আসছেন জেপি নাড্ডা।  কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। 'আর নয় অন্যায়' কর্মসূচি দিয়ে প্রচার অভিযান শুরু করতে বিজেপির সর্বভারতীয় সভাপতি। বুধবার এবং বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।

আরও দেখুন, শুভেন্দুর পোস্টার এবার দক্ষিণ কলকাতায়, হামলার আশঙ্কা করলেন ঘনিষ্ঠ অনুগামী

 

 

নির্বাচনী কার্যালয় উদ্ধোধন, যাবেন কালীঘাট মন্দিরে পুজো দিতেও 


 বুধবার বেলা ১২ টায় কলকাতা বিমানবন্দরে নামবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, বুধবার দুপুর ১ টায় হেস্টিংসে নতুন রাজ্য নির্বাচনী কার্যালয় উদ্ধোধন করবেন নাড্ডা। এদিন ভবানীপুরে দলীয় কর্মীদের সঙ্গে চা-চক্রেও যোগ দেবেন তিনি।  এরপরেই তিনি ভার্চুয়ালি তিনি উদ্ধোধন করবেন ৯ জেলার কার্যালয়।  দুপুর ৩ টে নাগাদ  'আর নয় অন্যায়' কর্মসূচি দিয়ে প্রচার অভিযান শুরু করবেন তিনি। বিকেল ৪ টে ৩৫ নাগাদ কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতেও যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

আরও পড়ুন, '২ পয়সার প্রেসকে কেন ডাকা হয়', মহুয়া মিত্রের মন্তব্যে প্রতিবাদের ঝড়

 

 

জেলার প্রতিনিধিদের অগ্রাধিকার 

অপরদিকে, আইসিসিআরে সাংগঠনিক বৈঠক করবেন নাড্ডা। গত সফরে যে সকল জেলার সঙ্গে তিনি কথা বলতে পারেন, সেই জেলার প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়া হবে। সবমিলিয়ে বুধবার এবং বৃহস্পতিবার দুদিনের ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির।


 

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু