নাড্ডার সফরে হামলার প্রতিবাদ বাংলা জুড়ে, ফুঁসছে রাজ্য-বিজেপি

Published : Dec 10, 2020, 03:14 PM ISTUpdated : Dec 10, 2020, 03:23 PM IST
নাড্ডার সফরে হামলার প্রতিবাদ বাংলা জুড়ে,  ফুঁসছে রাজ্য-বিজেপি

সংক্ষিপ্ত

নাড্ডা  সফরে হামলা প্রতিবাদ করবে রাজ্য-বিজেপি  বিকেল ৪ থেকে ৬ টা অবধি এই প্রতিবাদ চলবে এদিকে আগুন জ্বেলে বিক্ষোভ চলছে কেষ্টপুর  কলকাতাগামী ভিআইপি রোড পুরোপুরি অবরুদ্ধ   

ডায়মন্ড হারবারে যাওয়ার পথে নাড্ডার সফরে একাধিক শীর্ষ নেতার গাড়িতে হামলা প্রতিবাদ করবে রাজ্য-বিজেপি। বিকেল ৪ থেকে ৬ টা অবধি এই প্রতিবাদ চলবে বাংলা জুড়ে। এমনটাই ঘোষণা করেছে রাজ্য-বিজেপি নের্তৃত্ব।

আরও পড়ুন, নাড্ডার কনভয়ে 'হামলা', রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে টুইট-বোমা ধনখড়ের

 

 

তবে সময়ের আগেই হামলার প্রতিবাদে কেষ্টপুর ভিআইপি রোডের আগুন জ্বালিয়ে রাস্তায় বসে পড়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ চলছে। এই মুহূর্তে বিমানবন্দর থেকে কলকাতাগামী ভিআইপি রোড পুরোপুরি অবরুদ্ধ।প্রসঙ্গত কৈলাশ বিজয়বর্গীয়, অনুপম হাজরার গাড়িতে ইট ছুঁড়ে ভাঙচুর, জেপি নাড্ডার গাড়িতেও পাথর বৃষ্টি। কাচে বোতল ছুঁড়েও আক্রমণ করা হয়েছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আরও পড়ুন, নাড্ডা-কৈলাসের গাড়ি ভাঙচুর, পাথর বৃষ্টি, কাঁচের বোতল ছুঁড়ে হামলা ডায়মন্ড হারবারে

 

 

উল্লেখ্য, 'জেপি নাড্ডার রাজ্যে সফরে পুলিশি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করা হয়নি', গাফিলতির অভিযোগ তুলে  অমিত শাহকে চিঠি দিয়েছেলেন দিলীপ ঘোষ। এদিকে সেই অভিযোগই সত্যই হল মত বিজেপি সমর্থকদের। এই ঘটনায় ইতিমধ্যেই প্রতিবাদ জানিয়ে টুইটে তোপ দেগেছেন রাজ্যপালও।

 

 

 

 

 

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে