'দুর্গা মার নামে শপথ- কৃষকদের পরিবর্তন আনবে BJP' প্রতিশ্রুতি নাড্ডার

Published : Jan 09, 2021, 02:21 PM ISTUpdated : Jan 09, 2021, 02:32 PM IST
'দুর্গা মার নামে শপথ- কৃষকদের পরিবর্তন আনবে BJP' প্রতিশ্রুতি নাড্ডার

সংক্ষিপ্ত

রাজ্যে ক্ষমতায় এলে কৃষক নিধি সম্মান চালু করব  কৃষকদের বাজেট ৬ গুন বাড়িয়েছে মোদী   'কৃষিতে রোজগারে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ' কৃষক সুরক্ষা অভিযান সূচনা করে বলেন নাড্ডা

অন্ডাল বিমানবন্দরে নেমে রাধা গোবিন্দ মন্দিরে পুজো সেরে কৃষক সুরক্ষা সভায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এরপরেই তাঁকে স্বাগত জানায় অসংখ্য বিজেপি কর্মী-নেতা এবং অনুগামীরা। এরপরেই কৃষক সুরক্ষা অভিযান সূচনা করেন নাড্ডা।

 

 

 


কৃষক সুরক্ষা অভিযান সূচনা করে তিনি বলেন, বাংলায় জলের অভাব নেই। তবু সেচ হয় এমন জমি কম। এরপর তিনি বলেন ২৪ তারিখ থেকে ৩১ জানুয়ারি রাজ্য়ে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে। তিনি আরও বলেন ক্ষমতায় এলে কৃষকদের উন্নয়ন করা হবে। ৩ কৃষি আইনে কৃষকদের উন্নতি হবে। রাজ্যে ক্ষমতায় এলে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুন বাড়িয়েছে মোদী সরকার।'  

 

 

আরও পড়ুন, 'দেবী শয়নকক্ষে থাকলে দর্শন নিষিদ্ধ', সর্বমঙ্গলা মন্দিরে নাড্ডার যাওয়া ঘিরে বিতর্ক

 

 

অপরদিকে তিনি বলেন, 'কৃষিতে রোজগারের ক্ষেত্রে দেশে ২৪ নম্বরে পশ্চিমবঙ্গ।' অর্থাৎ বিজেপি ক্ষমতায় এলে কৃষিতে রোজগারের দিকে একটা বড়সড় পরিবর্তন আসবে বলে আভাষ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। 'দুর্গা মার নামে শপথ কৃষকদের পরিবর্তন আনবে বিজেপি' বলে প্রতিশ্রুতি দেন নাড্ডা।

PREV
click me!

Recommended Stories

Humayun Kabir : যেখানে হবে বাবরি মসজিদ, সেখানেই হল প্রথম নমাজ! ফের হুঙ্কার হুমায়ুনের
Saugata Roy Cigarette Incident: সংসদে সিগারেট কাণ্ড, তৃণমূলের সৌগত রায়কে ধুয়ে দিলেন বিজেপি নেতৃত্ব