বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘিরে উৎসাহ তুঙ্গে। সোমবার কৃষ্ণনগর থেকে রওনা দিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ৷ নদিয়া দক্ষিণে প্রবেশ করবে পরিবর্তন যাত্রা রথ সেখানে স্বাগত জানাবেন বিজেপি কর্মী সমর্থকরা৷
আরও পড়ুন, 'চোর বিধায়ককে আর চাই না', ফের পোস্টার পড়ল জিতেন্দ্র তেওয়ারীর বিরুদ্ধে দুর্গাপুরে
সোমবার কৃষ্ণনগর রাজবাড়ি থেকে রওনা দিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ৷ এদিন উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার৷ গতকাল সকালে করিমপুর থেকে রওনা দেওয়ার পর তেহট্ট, চাপড়া হয়ে রাত্রে কৃষ্ণনগরে প্রবেশ করে এই রথ৷ কৃষ্ণনগরে রাত্রি যাপন করার পর সোমাবার সকালে আবারও যাত্রা শুরু করে ৷ আজই ভীমপুর, আসাননগর হয়ে নদিয়া দক্ষিণে প্রবেশ করবে পরিবর্তন যাত্রা রথ সেখানে স্বাগত জানাবেন বিজেপি কর্মী সমর্থকরা৷
অপরদিকে রাজ্য় বিজেপি সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি কাকদ্বীপ থেকে পরিবর্তন যাত্রা-র উদ্বোধন হবে অমিত শাহ-র হাত ধরেই। উল্লেখ্য রাজ্য-বিজেপির হাত ধরে ইতিমধ্য়েই ৪ টি বিজেপি যাত্রার উদ্ধোধন হয়েছে। প্রথম তিনটি নবদ্বীপ, তারাপীঠ, ঝাড়গ্রাম থেকে উদ্বোধন করেছেন জেপি নাড্ডা। এবার ১৮ ফেব্রুয়ারি রথযাত্রার সূচনা শাহ-র হাত ধরে হবে দক্ষিণ চব্বিশ পরগাণার সাগর থেকে। সেখান থেকে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।