সোমবার কৃষ্ণনগরে 'পরিবর্তন যাত্রা' ঘিরে উৎসাহ তুঙ্গে, নদিয়া পাড়ি দিল বিজেপির রথ

Published : Feb 15, 2021, 03:02 PM ISTUpdated : Feb 15, 2021, 03:03 PM IST
সোমবার কৃষ্ণনগরে 'পরিবর্তন যাত্রা' ঘিরে উৎসাহ তুঙ্গে, নদিয়া পাড়ি দিল বিজেপির রথ

সংক্ষিপ্ত

বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘিরে উৎসাহ তুঙ্গে   সোমবার কৃষ্ণনগর থেকে রওনা দিল বিজেপির রথ৷  উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার৷  নদিয়ায় প্রবেশ করতেই স্বাগত জানাবে দলীয় কর্মীরা 

বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঘিরে উৎসাহ তুঙ্গে। সোমবার কৃষ্ণনগর থেকে রওনা দিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ৷ নদিয়া দক্ষিণে প্রবেশ করবে পরিবর্তন যাত্রা রথ সেখানে স্বাগত জানাবেন বিজেপি কর্মী সমর্থকরা৷

আরও পড়ুন, 'চোর বিধায়ককে আর চাই না', ফের পোস্টার পড়ল জিতেন্দ্র তেওয়ারীর বিরুদ্ধে দুর্গাপুরে 

 

সোমবার কৃষ্ণনগর রাজবাড়ি থেকে রওনা দিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ৷ এদিন উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার৷ গতকাল সকালে করিমপুর থেকে রওনা দেওয়ার পর তেহট্ট, চাপড়া হয়ে রাত্রে কৃষ্ণনগরে প্রবেশ করে এই রথ৷ কৃষ্ণনগরে রাত্রি যাপন করার পর সোমাবার সকালে আবারও যাত্রা শুরু করে ৷ আজই ভীমপুর, আসাননগর হয়ে নদিয়া দক্ষিণে প্রবেশ করবে পরিবর্তন যাত্রা রথ সেখানে স্বাগত জানাবেন বিজেপি কর্মী সমর্থকরা৷

আরও পড়ুন, 'এতো ঠান্ডা মাথায় খুন', নবান্ন অভিযানে বাম যুবকর্মীর মৃত্যুতে তীব্র প্রতিক্রিয়া শমিক-মান্নানের 

অপরদিকে রাজ্য় বিজেপি সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি কাকদ্বীপ থেকে পরিবর্তন যাত্রা-র উদ্বোধন হবে অমিত শাহ-র হাত ধরেই। উল্লেখ্য রাজ্য-বিজেপির হাত ধরে ইতিমধ্য়েই ৪ টি বিজেপি যাত্রার উদ্ধোধন হয়েছে। প্রথম তিনটি নবদ্বীপ, তারাপীঠ, ঝাড়গ্রাম থেকে উদ্বোধন করেছেন জেপি নাড্ডা। এবার  ১৮ ফেব্রুয়ারি রথযাত্রার সূচনা  শাহ-র হাত ধরে হবে দক্ষিণ চব্বিশ পরগাণার সাগর থেকে। সেখান থেকে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি।  
 

PREV
click me!

Recommended Stories

আইপ্যাক মামলায় অস্বস্তি বাড়ল তৃণমূলের, দেখুন কী বলছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়? ED vs IPACCase
আইপ্যাক মামলায় অস্বস্তি বাড়ল তৃণমূলের, দেখুন কী বলছেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়?