'ধর্ম নিরপেক্ষ সরকার গড়ে রক্ষা করুন বাংলাকে ', নন্দীগ্রামে ভোটযুদ্ধের আগে বুদ্ধ-বার্তা

 

  • একুশের ভোট যুদ্ধে সরগরম রাজ্য-রাজনীতি 
  • 'পশ্চিম বাংলাকে বিপদ থেকে রক্ষা করুন '
  • 'কৃষিতে সঙ্কট, দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে' 
  •  নন্দীগ্রামে ভোটের আগে রাজ্যে এল বুদ্ধ-বার্তা 


একুশের ভোট যুদ্ধে সরগরম রাজ্য-রাজনীতি। এমনই এক পরিস্থিতিতে বাম-কংগ্রেস-আইএসএফ জোটকে চাঙ্গা করতে রাজ্যে এল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা। রাজ্য়ে দ্বিতীয় দফা ভোটগ্রহনের আগে দলের সোশ্যাল মিডিয়া পেজে বুদ্ধদেবের অডিও বার্তা প্রকাশ হয়েছে। 

আরও পড়ুন, আজ রাজ্যে হেভিওয়েট ২, ময়দানে মুখোমুখি মমতা-নাড্ডা 

Latest Videos

 

মঙ্গলবারই  রাজ্য-রাজনীতিতে ভোটের মাঝে অডিও বার্তা দিয়ে ঝড় তোলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যদি একটানা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার জেরে সক্রিয় রাজনীতি থেকে তার দূরত্ব তৈরি হয়েছে। মাঝে রাজ্যে বামেদের ডাকা বিগ্রেডের সভায়তেও বুদ্ধদেবের আসা নিয়ে জল্পনা তৈরি হয়। এদিকে ডাস্ট অ্য়ালার্জির সহ একাধিক অসুবিধার জন্য বুদ্ধদেবকে ময়দানে আসার অনুমতি দেননি চিকিৎসকেরা। শেষ পর্যন্ত বিনা বুদ্ধেই বিগ্রেডের সভা চালাতে হয় বামেদের। তবে ভোট যুদ্ধের আগে ফের বুদ্ধের অডিও বার্তা পেয়ে বাম-কংগ্রেস-আইএসএফ জোট ফের চাঙ্গা।

আরও পড়ুন, কয়লাকাণ্ডে CBI দফতরে হাজিরা লালার, টানা ৭ ঘন্টা জেরা, ভোটের মাঝেই কি বড় পর্দা ফাঁস 


এবার সেই অডিও বার্তায় বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যবাসীর কাছে আর্জি জানিয়ে বলেছেন, পশ্চিম বাংলাকে বিপদ থেকে রক্ষা করুন। গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ সরকার গড়ে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি করুন।' তিনি আরও বলেছেন, রাজ্য়ে বিধানসবার নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আমরা সকসললেই বুঝতে পারছি এ রাজ্যের রাজনীতিতে এ এক সন্ধিক্ষণ।বিগত বামফ্রন্টের আমলে স্লোগান তুলেছিলাম, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত। সেই চিন্তাধারা নিয়েই আমরা এগিয়েছি। কৃষিতে যেমন সাফল্য এসেছিল, তেমনই শিল্পের প্রসার গটতে শুরু করেছিল। বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূল সরকার রাজ্য জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামস্ত বিচারের রাজ্যের অর্থনীতিতে নেমে এসেছে হতাশা। কৃষিতে সঙ্কট, কৃষিজাত দ্রব্যের দাম আকাশ ছোঁয়া হয়েছে। এদিকে ঘটনাচক্রে সোমবার নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনা নিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়ের মন্তব্যের পরেই বুদ্ধদেবের অডিও বার্তা প্রকাশ করে বামেরা।


 

Share this article
click me!

Latest Videos

Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে