অমিত শাহের পালটা তৃণমূল, বছর শেষে বোলপুরে রোড শো করবেন তৃণমূল নেত্রী

Published : Dec 21, 2020, 07:15 PM ISTUpdated : Dec 21, 2020, 07:25 PM IST
অমিত শাহের পালটা তৃণমূল, বছর শেষে বোলপুরে রোড শো করবেন তৃণমূল নেত্রী

সংক্ষিপ্ত

একুশের আগে শাসক-বিরোধী জোর টক্কর অমিতের শাহের পালটা রোড শো দু লক্ষ লোকের সমাগমের আশাবাদী তৃণমূল এই বিষয়ে কী বললেন অনুব্রত মণ্ডল

দুদিনের রাজ্য সফরে এসে প্রথম দিনে মেদিনীপুরের তৃণমূল নেত্রীর পালটা সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর, সফরের দ্বিতীয় দিনে বোলপুরে রোড শো করে চমক দিয়েছিল রাজ্য বিজেপি শিবির। এবার, তারই পালটা হিসেবে বর্ষশেষে  রোড শো করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বিজেপির ওই রোড শোয়ে বাইরে থেকে লোক এনে সমাগম করা হয়েছিল বলে দাবি করেছে তৃণমূল। যদিও, মমতার রোড শোয়ে স্থানীয় লোকেরাই থাকবেন বলে জানিয়েছেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন-শুভেন্দুর 'বদলা' নিয়ে সুজাতাকে চমক তৃণমূলের, কত দূর ফলপ্রসূ হবে এই খেলা

আগামী ২৯ ডিসেম্বর বোলপুরে রোড শো করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুভেন্দুর দল বদলের পর এটাই মমতার প্রথম রোড শো। রবিবার বোলপুর ডাকবাংলো মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত রোড শো করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারই পালটা হিসেবে ২৯ ডিসেম্বর বোলপুরেই রোড শোয়ের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতার ওই রোড শোয়ে কমপক্ষে দুই লক্ষ লোকের সমাগম হবে আশা প্রকাশ করেছেন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন-'সিঙ্গলফুল' ছেড়ে 'জোড়াফুলে' সুজাতা, স্ত্রীকে ডির্ভোস নোটিস পাঠালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ

রবিবার অমিত শাহ যখন বোলপুরে রোজ শো করছিলেন। ঠিক তখনই, বোলপুরের পাড়ায় পাড়ায় পালটা তৃণমূল বঙ্গধ্বনী যাত্রা কর্মসূচি নেয়। সেখানে নেতৃত্ব দেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বাইরে থেকে লোক এনে রোড শোয়ের লোক ভারনো হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে, অমিত শাহ যেখানে রোড করেছিলেন সেখানেই তৃণমূল নেত্রী রোড শো করবেন কিনা তা এখনও স্পষ্ট নয় তৃণমূলের তরফে।

PREV
click me!

Recommended Stories

পৌষের শুরুতেই জাঁকিয়ে শীত নয়, স্বাভাবিকের উপরেই পারদ! রইল আবহাওয়ার বিরাট আপডেট
'২৬-এর নির্বাচনে বিজেপি গো-হারা হারবে' মন্তব্য অভিষেকের, পাল্টা দিলেন শুভেন্দু