অর্থমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রীর হাতেই রাজ্যের বাজেট পেশ, বিরল মুহূর্তের সাক্ষী থাকবে বাংলা

  •  বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী 
  •  এই মর্মে রাজ্যপালের থেকে অনুমতিও নিয়েছেন অর্থমন্ত্রী
  •  প্রথা মেনে বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রী অমিত মিত্রের  
  • কিন্তু করোনার জন্য তাঁকে বাইরে যেতে নিষেধ করেছেন চিকিৎসকেরা 

Asianet News Bangla | Published : Feb 4, 2021 5:28 AM IST

 বিধানসভায় আসন্ন অধিবেশনে রাজ্য বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী। এই মর্মে রাজ্যপাল জগদীপ ধনখড়ের থেকে অনুমতিও নিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র এবং বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্য়োপাধ্য়ায়। রাজ্যপালের প্রতি সরকারের এই সৌজন্য দেখে বিরল মুহূর্ত বলেও গুঞ্জন উঠেছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন, আজ উত্তরবঙ্গ থেকে ফিরেই বৈঠক, নজরে তফশীলি জাতি-উপজাতি ভোট, আরও ৩ জেলা সফরে যাবেন মমতা 

 


শুক্রবার বিধানসভায় পেশ হতে পারে রাজ্য বাজেট। চলতি বছরে বিধানসভা নির্বাচন থাকায় ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার। প্রথা মেনে বাজেট পেশ করার কথা অর্থমন্ত্রী অমিত মিত্রের। কিন্তু করোনা পরিস্থিতির জন্য তাঁকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন চিকিৎসকেরা। সেজন্য বাজেট পাঠের দায়িত্ব থেকে অব্যহতি চেয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। সেই আবেদন মঞ্জুরও হয়েছে। 

আরও পড়ুন, কোভিড আক্রান্তের সংখ্য়া ফের বাড়ল শহরে, নাম লিখিয়েও টিকা মিলল না কলকাতা মেডিক্য়ালে 

 

 

অপরদিকে, বিশেষজ্ঞদের মতে, অর্থমন্ত্রী কোনও কারণে বাজেট পড়তে না পারলে অপর কোনও মন্ত্রীও বাজেট পাঠ করতে পারেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাজেট পড়ার নজির বিরল। যদিও বাজেট কে পড়বেন, তা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে অধ্যক্ষের হাতে। তাই এই বাড়িতি সৌজন্য দেখিয়ে রাজ্যপালের কাছে অমিতের অনুমতি চাওয়া নিয়ে চাপান-উতোর রাজনৈতিক মহলে।  

Share this article
click me!