নন্দীগ্রামে নির্বাচনে প্রচারে গিয়ে আহত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহত অবস্থায় কলকাতায় ফিরছেন তিনি। আজই নন্দীগ্রামে নির্বাচনের জন্য হলদিয়ায় মনোনয়ন জমা দেন তৃণমূল সুপ্রিমো। তারপর ফের ফেরত যান নন্দীগ্রামে। সেখানে গিয়ে একাধিক মন্দিরে ঘুরে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর প্রচারে ব্যস্ত ছিলেন তিনি। বুধবার নন্দীগ্রামে থাকার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু চোটের কারণে নন্দীগ্রাম থেকে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে নন্দীগ্রামের রানিচকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নাম-সংকীর্তনে যোগ দিয়ে ফেরার সময় গাড়ির দরজায় ধাক্কা লেগে পায়ে চোট লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, পরিকল্পনা করে কয়েক জন তাকে ধাক্কা মারে। ভিড়ের মধ্যে আচমকা ধাক্কা দেওয়ায় মুখ থুবড়ে পড়ে যান মমতা। কপালে ও মাথায় আঘাত লাগে তাঁর। আঘাত লাগে বাঁ পায়েও। গাড়ি দরজা গিয়েও তার পায়ে লাগে। গুরুতর আঘাত প্রাপ্ত হন মমতা। পা ফুলে যায়। যন্ত্রণায় ছটফট করতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিকভাবে বরফ লাগানোর পর যন্ত্রণা না কমলেও, কলকাতায় ফেরার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাকে ধাক্কা মারার সময় সেই জায়গায় কোনও পুলিস আধিকারিক ছিল না। পুলিস সুপারও আশেপাশে ছিল না বলে অভিযোগ। পরিকল্পনা করেই এই ঘটনা। চক্রান্তের তত্ত্বও খাড়া করেছেন তিনি। নির্বাচন কমিশনেও অভিযোগ জানানোর কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে নির্বাচনে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।