আজ পশ্চিম মেদিনীপুরে ৩ জনসভায় মমতা, রাজ্য়ে প্রথম দফার ভোটের আগে কী বার্তা তৃণমূল সুপ্রিমোর

  • শুক্রবার পশ্চিম মেদিনীপুরে মমতা 
  • এদিন মোট ৩ জনসভায় যাবেন তিনি
  •  শনিবার প্রথম দফায় ৩০ আসনে ভোট 
  •  কী বার্তা মমতার,অপেক্ষায় সারা বাংলা 


শুক্রবার পশ্চিম মেদিনীপুরে মমতা। রাজ্য়ে প্রথম দফার ভোটের আগে শেষ মুহূর্তের একটা প্রস্তুতি নিতেই শুক্রবার ৩ টি জনসভায় থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে এদিন শাহ-যোগী-রাজনাথের রাজ্য সফরের পরে পাল্টা সভায় কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, তার অপেক্ষায় গোটা বাংলা।

আরও পড়ুন, 'বাংলায় আর রবীন্দ্র সঙ্গীত শোনা যায় না-আজ শুধুই বোমার শব্দ'-আক্ষেপ রাজনাথের 

Latest Videos

 রাত পেরোলেই রাজ্য়ে প্রথম দফার ভোট। তার আগে শুক্রবার পশ্চিম মেদিনীপুরে ৩ টি জনসভা করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দাসপুর বিধানসভা আসনের বেলিয়াঘাটা, চন্দ্রকোনা বিধানসভা আসনের ঝাঁকরা এবং ডেবরা বিধানসভা আসনের কেলেঘাইতে জনসবা করবেন তৃণমূল সুপ্রিমো। গতকাল বৃহস্পতিবার ৪ জনসভায় পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগণায় গিয়েছিলেন মমতা। উল্লেখ্য, একইদিনে রাজ্যে এসেছিলেন শাহ-যোগী-রাজনাথও। তিনজনেই মমতার সরকারকে তীব্র আক্রমণ করেছেন। এদিকে মমতার পাল্টা রাগ গিয়ে পড়েছে কমিশনের উপর। একই সঙ্গে ৫ আধিকারিক বদলে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেছেন, নির্বাচন কমিশন বিজেপির কমিশনে পরিণত হয়েছে। তবে এদিন শাহ-যোগী-রাজনাথের রাজ্য সফরের পরে পাল্টা সভায় কী বার্তা দেন মমতা, তার অপেক্ষায় গোটা বাংলা।

আরও দেখুন, বঙ্গভোট- ভোটের সমস্ত তথ্য এক নজরে, কবে, কোথায় ভোট জেনে নিন চট করে 


অপরদিকে  ২৭ মার্চ শনিবার প্রথম দফায় ৫ টি জেলার ৩০ টি আসনে ভোট গ্রহন হতে চলেছে। এর মধ্য়ে জঙ্গলমহলের চার জেলার ২৩ টি আসন রয়েছে। তবে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচনের প্রচার পর্ব। শেষমুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রথম দফা ভোটের আগে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় নজদারি বাড়ানো হয়েছে। ৫০ শতাংশ বুথে ওয়েব কাস্টিং। 


 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News