পঞ্চম দফার আগে সোমবার বারাসাতে মমতা, ওদিকে মোদীর সভা ঘিরেও প্রস্তুতি তুঙ্গে

  • সোমবার বারাসাত সফরে আসছেন মোদী-মমতা
  • মমতার সভার আগে কাজ চলছে জোড় কদমে। 
  •  স্টেডিয়াম এর মাঠেই তৈরি হয়েছে হেলিপ্যাড
  • এদিকে একইদিনে বারাসাতে কী বার্তা দেবেন মোদী

Asianet News Bangla | Published : Apr 11, 2021 7:52 AM IST


সোমবার বারাসাত সফরে মোদী-মমতা।  সোমবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাত স্টেডিয়ামে কর্মীসভা করতে আসছেন। অপরদিকে একই দিনে বারাসাতে আসছেন মোদীও। 

 

 

আরও পড়ুন, 'মোদী কোড অব কনডাক্ট নাম রাখা উচিত', কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে শীতলকুচি যাওয়ার বার্তা মমতার 

 

সোমবারে মমতার সভার আগে সভাস্থলে প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল বারাসাত বিধানসভা কেন্দ্রে নির্বাচন। লোকসভা ভোটে বারাসাত পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের মধ্যে ২৮ টি ওয়ার্ডে পিছিয়ে ছিল তৃণমূল। বারাসাত শহর তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সভাকে কেন্দ্র করে জোরদার প্রচার কর্মসূচী পালন করেছে তৃণমূল নেতাকর্মীরা। বারাসাত বিধানসভা কেন্দ্রের এবারের তৃণমূল প্রার্থী গতবারের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। তৃতীয়বারের জন্য তাকে আবারও বিধায়ক পদে দেখতে মরিয়া বারাসাত তৃণমূল কংগ্রেস। সোমবার প্রার্থীর সমর্থনে বারাসাতে জনসভায় আসবেন মুখ্যমন্ত্রী। স্টেডিয়াম এর মাঠেই তৈরি হয়েছে হেলিপ্যাড, সেখানেই হেলিকপ্টার থেকে নামবেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের কর্তারা দফায় দফায় সভাস্থলে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন। গোটা বারাসাত শহরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

আরও পড়ুন, 'সমস্যা কেন্দ্রীয় বাহিনীর নয়-আপনার হিংসার রাজনীতিতে', কৃষ্ণনগরে মোদীর নিশানায় মমতা 

 

 

পাশাপাশি সোমবার বারাসাতে বিজেপির জনসভায় কর্মীদের উজ্জীবিত করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী আসার আগে মুখ্যমন্ত্রী বারাসাত সফরে তৃণমূল নেতাকর্মীদের কী বার্তা দেয় সে দিকে তাঁকিয়ে আছে রাজনৈতিক মহল। বারাসাত স্টেডিয়ামে এখন চলছে শেষ পর্যায়ে প্রস্তুতির কাজ।

 

আরও পড়ুন, মোদীর সভা থেকে ফেরার পথে আক্রান্ত BJP নেতা, ধারালো অস্ত্রের কোপ- গুলি বর্ষণ, কাঠগড়ায় TMC 

Share this article
click me!