আইকোর মামলায় নয়া মোড়, ভোটের মাঝেই এবার মদন পুত্রকে তলব করল ED

Published : Apr 16, 2021, 09:54 AM ISTUpdated : Jun 01, 2021, 03:50 PM IST
আইকোর মামলায় নয়া মোড়, ভোটের মাঝেই এবার মদন পুত্রকে তলব করল ED

সংক্ষিপ্ত

রাজ্যে একাধিক কাণ্ডে গতি এনেছে সিবিআই-ইডি  এবার আইকোর মামলায় গতি আনতে তৎপর ইডি  পঞ্চম দফার আগে মদন পুত্রকে তলব করা হয়েছে  ২৩ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে স্বরুপ মিত্রকে     

পঞ্চম দফার আগে মদন পুত্রকে তলব করল ইডি। আইকোর মামলায় প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ছেলে স্বরুপ মিত্রকে তলব করল ইডি। মূলত তদন্তে নেমে প্রয়াত আইকোর কর্তা অনুকূল মাইতির স্ত্রী কণিকা মাইতিকে ১৩ এপ্রিল জিজ্ঞাসাবাদ করছিলেন আধিকারিকরা। 

আরও পড়ুন, কোভিডে ভয়াবহ অবস্থা রাজ্যে, আজই সর্বদলীয় বৈঠক কমিশনের 

 

 

 প্রসঙ্গত, একুশের নির্বাচনের  শুরু আগে থেকেই রাজ্যে কয়লা-গরুপাচার-সারদা সহ একাধিক কাণ্ডে গতি এনেছে সিবিআই-ইডি। আইকোর মামলায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় সহ কলকাতার আরও এক বিদায়ী কাউন্সিলরকেও ডেকে পাঠিয়েছে ইডি। বিদায়ী কাউন্সিলর বাপ্পাদিত্যর সঙ্গে আইকোরের কী সম্পর্ক ছিল তা জানতে চেয়ে তাঁকেও তলব করেছে ইডি। আগামী সপ্তাহে দুজনকেই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য তবে এই প্রথমবার নয়, আইকোর চিটফান্ডকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়কে আগেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। আইকোরের একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্য়ায়কে। আইকোর মামলার তদন্তে একটি অ্যাকাউন্টের খোঁজ মিলেছে বলে সূত্রের খবর। সেই সূত্র ধরেই পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, আইকোরকাণ্ডে তৃণমূলের নেতা মানস ভুইয়াকেও আগেই নোটিশ পাঠিয়েছে সিবিআই।  আর এবার ডাক পড়ল স্বরুপ মিত্রেরও।

আরও দেখুন, কোভিডে ভয়াবহ অবস্থা রাজ্যে, আজই সর্বদলীয় বৈঠক কমিশনের 

 

 

রাত পেরোলেই পঞ্চম দফার ভোট। তার আগেই তৃণমূল প্রার্থী মদন মিত্রের বড় ছেলে স্বরুপ মিত্রকে তলব করল ইডি।  তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, ২৩ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আইকোর কর্তা অনুকূলের মৃত্যুর পর কণিকাই কেন্দ্রীয় তদন্ত কারী দলের একমাত্র ভরসা। কণিকাকে জিজ্ঞাসাবাদ করেই তাঁদের হাতে উঠে এসেছিল একাধিক তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন কাউন্সিলর বাপ্পাদিত্য় এবং তৃণমূল প্রার্থী মানস ভুইয়াকে ১৯ এপ্রিল সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
 

PREV
click me!

Recommended Stories

'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস