বিকাল ৫টা পর্যন্ত ৬ জেলায় মোট ভোট পড়ল ৭৮%
জলপাইগুড়ি - ৮২%
কালিম্পং - ৭৮%
দার্জিলিং - ৭৮%
উত্তর ২৪ পরগনা - ৭৫%
পূর্ব বর্ধমান - ৮২%
নদীয়া- ৮২%
শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোট। ভোট হবে রাজ্য়ের ৬ জেলার ৪৫ আসনে। এই দফার জন্য থাকছে মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, তবে ৮৫৩ কোম্পনি বাহিনীকেই ভোটের কাজে লাগানো হবে। পঞ্চম দফায় এদিন সাধারণ পর্যবেক্ষক রয়েছন ৩৩ জন। এদিন ভাগ্য নির্ধারণ হবে মোট ৩১৯ জন প্রার্থীর। ওদিকে সম্পূর্ণ বিনামূল্যে উবের ক্যাবের সাহায্যে ৮০ উর্ধ্ব ভোটার এবং বিশেষভানে সক্ষম ব্যাক্তিরা ভোট দিতে যেতে পারবেন।
বিকাল ৫টা পর্যন্ত ৬ জেলায় মোট ভোট পড়ল ৭৮%
জলপাইগুড়ি - ৮২%
কালিম্পং - ৭৮%
দার্জিলিং - ৭৮%
উত্তর ২৪ পরগনা - ৭৫%
পূর্ব বর্ধমান - ৮২%
নদীয়া- ৮২%
দুপুর ৩টা পর্যন্ত মোট ভোট পড়ল ৬৯.৪০ শতাংশ
জলপাইগুড়ি - ৭৪.৮২%
কালিম্পং - ৬২.৭১%
দার্জিলিং - ৬৪.১০%
উত্তর ২৪ পরগনা - ৬৫.৫২%
পূর্ব বর্ধমান - ৭২.২৫%
নদীয়া- ৭২.৭৪%
শীতল কুচির পর দেগঙ্গার কুড়ুলগাছা গ্ৰামে বিনা প্ররোচনায় গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। হতাহতের কোনো খবর নেই।
আলমবাজারের এক বুথে বরানগরের তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। পার্নো মিত্রকে 'গো ব্যাক' স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
আমডাঙা রোড শো-এ উপস্থিত অমিত শাহ.,উপচে পড়েছে জনতার ভিড়,
বুথে গেলেই তৃণমূলের মারধর, বুথ না পাল্টালে ভোট দেবেন না ৩৭০ জন, এমনটাই দাবী তোলেন মিনাখাঁর গ্রামবাসীরা
শান্তিনগরের পর নয়াপট্টিতে উত্তাল পরিস্থিতি, বুথের একশো মিটারের মধ্যেই বিক্ষোভ বিজেপি প্রার্থীকে ঘিরে
চাকদহ রামলাল অ্যাকাডেমি স্কুলের বুথে উত্তেজনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পিস্তল নিয়ে বিজেপি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ। পাল্টা তাড়া করলে পিস্তল ফেলে পালায় দুষ্কৃতীরা। চাকদা থানার আইসি বিক্ষোভের মুখে। এলাকায় প্রবল উত্তেজনা।
সকাল ১১ টা পর্যন্ত মোট ভোটদানের হার ৩৬.০২%
জলপাইগুড়ি -৩৯.২৯%
কালিম্পং -৩৪.৬৯%
দার্জিলিং -৩৩.৩৩%
উত্তর ২৪ পরগনা -৩৩.০৭%
পূর্ব বর্ধমান -৩৮.৭০%
নদীয়া-৩৭.৪৩%
পঞ্চম দফা ভোটে নিজের স্ত্রীকে নিয়েও ভোট দিলেন বিমল গুরুং। বললেন বিজেপি বাংলায় শাসনভার সামলাতে পারবে না। জনমত বিজেপির পক্ষে নেই।
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। সবমিলিয়ে নির্বাচন কমিসনে যাবেন বললেন মদন মিত্র।