পরিবর্তন যাত্রার মঞ্চ থেকেই BJP-তে যোগদান, বুধবার তৃণমূল ছাড়লেন শতাধিক কর্মী

Published : Feb 17, 2021, 05:38 PM ISTUpdated : Feb 17, 2021, 05:41 PM IST
পরিবর্তন যাত্রার মঞ্চ থেকেই BJP-তে যোগদান,  বুধবার তৃণমূল ছাড়লেন শতাধিক কর্মী

সংক্ষিপ্ত

বিজেপিতে যোগদান শতাধিক কর্মীর  পরিবর্তন যাত্রার মঞ্চ থেকেই যোগদান বুধবার যা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি   পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া বিজেপি 

বুধবার নদিয়ার  রানাঘাটে পরিবর্তন যাত্রা মঞ্চ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের হাত দিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল প্রায় শতাধিক সক্রিয় কর্মী সমর্থক। যা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। 

আরও পড়ুন, 'তৃণমূল, প্রধানমন্ত্রীর আদর্শকেই অনুসরণ করে', 'মোদীর পালটা সভা মমতার' দাবি লকেটের 


২০২১ এর বিধানসভাকে পাখির চোখ করে ঘর গোছাতে মরিয়া বিজেপি। ব্লক থেকে রাজ্য প্রায়ই  ছোট-বড় অনেক নেতাকর্মী বিভিন্ন দল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিচ্ছে ।  বুধবার রানাঘাটের রথযাত্রা বা পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে রানাঘাট  পৌরসভা এলাকার নানান  ওয়াড থেকে তৃণমূল সহ বিভিন্ন দল থেকে বেরিয়ে এসে অনেক নেতাকর্মী যোগ দিলেন বিজেপিতে। তাদের হাতে পতাকা তুলে দিয়েছেন পার্থসারথি চট্টোপাধ্যায়। নবনিযুক্ত বিজেপি কর্মী তথা রানাঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও রানাঘাট পৌরসভার চেয়ারম্যান ।

আরও পড়ুন, প্রসেনজিতের বাড়িতে BJP নেতা, পদ্মের মুখ হতে চলেছেন কি টলিউডের ফার্স্টম্যান, জল্পনা তুঙ্গে 

 

ভোট যতো এগিয়ে আসছে দলে ততোই নতুন করে যোগদানের হিড়িক লেগেছে। গ্রামীণ ভোট টানতে অভিনয় জগতের রাণী-রাসমণি থেকে  লোকনাথ বাবা যদি তৃণমূলে প্রবেশ করানো যদি মাস্টার স্ট্রোক হয়ে থাকে, তাহলে শুভেন্দুর পর তৃণমূলের নেতা-কর্মী-মন্ত্রীর দল ত্যাগের ঘটনা দাঁড়িপাল্লায় ভার অনেকটাই গেরুয়া শিবিরে বলে মত রাজনৈতিক মহলের।

PREV
click me!

Recommended Stories

পৌষমেলা: শান্তিনিকেতনে পর্যটকদের জন্য সরকারি উদ্যোগে খুলে দেওয়া হল বাউল বিতান
সৌমিকদের গ্রেফতারি তাহলে কেন ছাড় প্যাটিস বিক্রেতাকে? প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ে দিলেন শুভেন্দু