- Home
- West Bengal
- West Bengal News
- মমতাকে 'বরখাস্ত পত্র' লেখার জন্য ১০০০ শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কী করে
মমতাকে 'বরখাস্ত পত্র' লেখার জন্য ১০০০ শিবির বিজেপির যুব মোর্চার, কিন্তু পাঠাবে কী করে
বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপের জমানা। কিন্তু এই হাই-টেক যুগে সম্পূর্ণ অন্যধারার প্রচার অভিযান নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি যুব মোর্চার। চিঠি লিখতে ১০০০ শিবির করছে বিজেপি যুবমোর্চা।

চিঠিতে প্রচার!
বর্তমানে সোশ্যাল মিডিয়া, ফোন, ইমেল, হোয়াটসঅ্যাপের জমানা। কিন্তু এই হাই-টেক যুগে সম্পূর্ণ অন্যধারার প্রচার অভিযান নিয়ে হাজির হওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপি যুব মোর্চার। তারা চিঠি পাঠাতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক অফিস নবান্নতে। তার জন্য টানা দেড় মাস ধরে লাগাতার প্রস্তুতি নিচ্ছে।
পোস্টকার্ড প্রস্তুত!
বিজেপি যুব মোর্চা সূত্রের খবর, গত দেড়মাস ধরে চিঠি লেখার আর লেখানোর পরিকল্পনা চলছে। পোস্টকার্ড প্রস্তুত। বয়ানও তৈরি রয়েছে। এখন শুধু তা পাঠানোর অপেক্ষা। বিজেপি যুব মোর্চা সূত্রের খবর এই চিঠির জন্য রাজ্যে ১০০০ শিবির খোলা হবে। সেখানেই প্ররেক সংগ্রহ করা হবে।
চিঠি পাঠানোর সময়
বিজেপি সূত্রের খবর ফেব্রুয়ারি কাটলেই চিঠি নবান্ন পৌঁছে দেওয়া হবে। তবে কী করে এই চিঠি নবান্নতে পৌঁছানো হবে তা নিয়ে বিজেপি যুব মোর্চার কিছু বলা হয়নি। নেতৃত্ব এই বিষয়ে বিষদে কিছু জানাতে নারাজ। তবে ফেব্রুয়ারিতেই রাজ্যে ১০০০ শিবির খোলার প্রস্তুতি যে জোরদার শুরু হয়েছে তা অবশ্য জানিয়েছে। চিঠির বয়ান লেখা থাকবে। সেখানেই পথচলতি মানুষকে সই করার জন্য আহ্বান জানান হবে।
চিঠির বয়ান
বিজেপি সূত্রের খবর জনবহুল এলাকা বেছে বেছে শিবিরের প্রস্তুতি শুরু হয়েছে। সেখানেই থাকবে ছাপানো পোস্টকার্ড। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম থাকবে না। পরিবর্তে শুধু থাকবে 'মাননীয়া'। পশ্চিমবঙ্গের যুবসমাজ চাকরি, নতুন শিল্প, বিনিয়োগ ইত্যাদি চাইলেও গত ১৫ বছর ধরে এ রাজ্যের সরকার সে সব আনতে পারেনি। দু’টি স্তবকের চিঠিতে শেষ দুই বাক্যে লেখা হয়েছে, ‘সরকারে থেকে ছাত্র-যুবদের ভবিষ্যৎ ধ্বংস করার কোনও অধিকার আপনার নেই। অবিলম্বে পদত্যাগ করুন।
বিজেপির কর্মসূচি
বিজেপি যুব মোর্চার এই কর্মসূচি খুব একটা নীরবে হবে না। সূত্রের খবর বিজেপির সমস্ত সাংগঠনিক বিভাগে চিঠির বাক্স হাতে নিয়ে যুব মোর্চার মিছিলে সামিল হবে। বিজেপির একটি সূত্রের খবর, নবান্নে চিঠি পৌঁছে দেওয়ার অনুমতি তারা পাবে না। সেক্ষেত্রে চিঠির বাক্স নিয়ে তারা কলকাতায় মিছিল করতে পারে।

