'বাংলায় যেন শান্তি ফিরে আসে, ভোট-হিংসা বন্ধ হয়', বর্ধমানে শিব মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা ধনখড়ের

Published : Jan 04, 2021, 04:21 PM ISTUpdated : Jan 04, 2021, 04:24 PM IST
'বাংলায় যেন শান্তি ফিরে আসে, ভোট-হিংসা বন্ধ হয়', বর্ধমানে শিব মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা ধনখড়ের

সংক্ষিপ্ত

রাজ্যের বিরুদ্ধে ফের সরব রাজ্যপাল নতুন বছরে বাংলা থেকে হিংসা দূর হয় শিব মন্দিরে প্রার্থনা রাজ্যপালের সরকারি কর্মীদের কী বার্তা দিলেন রাজ্যপাল?

একুশের বিধানসভা ভোটের আগেও অব্যাহত রয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। বর্ধমান সফরে গিয়েও সেই সংঘাতে ছেদ পড়ল না। বর্ধমানের ১০৮ মন্দিরে পুজো দিয়ে রাজ্য সরকারকে ফের দূষলেন রাজ্যপাল। বললেন, ''সরকারিকর্মী থেকে আধিকারিকরা রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে''।

আরও পড়ুন-পিছু ছাড়ছে না বিশ্বভারতীর বিতর্ক, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হাসপাতালে কেলেঙ্কারি ফাঁস

সোমবার বর্ধমান সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে গিয়ে ১০৮ শিব মন্দিরে সস্ত্রীক পুজো দেন রাজ্যপাল। মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''নতুন বছরে বাংলা থেকে ভোট হিংসা দূর হয়। পশ্চিমবঙ্গে যেন আবারও শান্তি ফিরে আসে। সেই প্রার্থনা করেছি। ২০২১ সাল রাজ্যের কাছে গুরুত্বপূর্ণ একটি বছর হচে চলেছে। প্রার্থনায় দেশের বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছি''।

আরও পড়ুন-ছাত্র সংঘর্ষে রণক্ষেত্র বাজকুল কলেজ, বাইকে আগুন, অগ্নিগর্ভ গোটা এলাকা

পাশাপাশি, বর্ধমান সফরে গিয়ে রাজ্য প্রশাসনকেও নিশানা করেন রাজ্যপাল। তিনি বলেন, ''বাংলার বিভিন্ন প্রান্তে বালি, কয়লা, পাথরের সিন্ডিকেটরাজ চলছে। এই পরিস্থিতি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন কীভাবে সম্ভব? আমফান ত্রাণের টাকা দুর্নীতি করা হয়েছে। সরকারি কর্মী থেকে আধিকারিকরা রাজনৈতিক দলদাসে পরিণত হয়েছে। তাঁরা কোনও প্রোটোকল মানছেন না''। অভিযোগ রাজ্যপালের।

PREV
click me!

Recommended Stories

Samik Bhattacharya: বঙ্গে মোদীর আগমন ঘিরে বড় বার্তা শমীকের! দেখুন কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি
বিয়ের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে কড়কড়ে ২৫০০০ টাকা, জানুন কী করে পাবেন প্রকল্পের টাকা