আজ রাজ্যে হেভিওয়েট ২, ময়দানে মুখোমুখি মমতা-নাড্ডা

Published : Mar 31, 2021, 10:45 AM IST
আজ রাজ্যে হেভিওয়েট ২, ময়দানে মুখোমুখি মমতা-নাড্ডা

সংক্ষিপ্ত

বুধবার ময়দানে মুখোমুখি মমতা-নাড্ডা  রাত পেরোলেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটে   যার প্রচারে গত সোমবারেই ইতিমধ্যে শেষ   তৃতীয় দফার ভোটের প্রচারে রাজ্যে জেপি নাড্ডা 

বুধবার ময়দানে মুখোমুখি মমতা-নাড্ডা। রাত পেরোলেই রাজ্যে দ্বিতীয় দফার ভোটে। যার প্রচারে গত সোমবারেই ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তবে বুধবার তৃতীয় দফার ভোটের প্রচারে রাজ্যে আসছেন বিজেপির সভাপতি জেপি নাড্ডা। ওদিকে আজ ৩ জনসভা রয়েছে মমতার।

আরও পড়ুন, কয়লাকাণ্ডে CBI দফতরে হাজিরা লালার, টানা ৭ ঘন্টা জেরা, ভোটের মাঝেই কি বড় পর্দা ফাঁস 

 

 


এদিন রাজ্যে তৃতীয় দফার ভোটের জন্য নির্বাচনী ঝড় তুলতে প্রচারে থাকছেন জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বুধবার সাড়ে এগারোটায় হুগলির ধনিয়াখালিতে জনসভা  এবং দুপুর ১টায় পরশুড়ায় রোড শো করতে যাবেন নাড্ডা।  বেলুড় মঠ পরিদর্শনের পর তিনি শিবপুরে সাংগঠনিক সভা করবেন নাড্ডা।পাশপাশি রাজ্যে নির্বাচনী প্রচারে ৪ টি সভা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিরও। ওদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে নিশানা করতে হুগলির বিধানসভার কামারপুকুরে নির্বাচনী সভা, সিঙ্গুরের রতনপুর এং হাওড়ার পাঁচলায় এদিন মোট ৩ টি জনসভা রয়েছে মমতার।

আরও পড়ুন, Election Live Update- দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি হচ্ছে বাংলা, ৪ জেলার ৩০ আসনে কড়া নিরাপত্তায় ভোট 

 


 
অপরদিকে সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় দফার ভোটের দিনই  রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী। এদিকে রাত পেরোলেই যেখানে ভোট, সেই নন্দীগ্রামকে ঘিরে দ্বিতীয় দফার ভোটগ্রহনের আগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর। এমন পরিস্থিতিতে হলদিয়ার এসডিপিও এবং মহিষাদলের সিআইকে সরিয়ে দেওয়া হয়েছে। বদলি করা হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারকেও।

PREV
click me!

Recommended Stories

বঙ্গে শীতের হাওয়ার দাপট,পশ্চিমী ঝঞ্ঝায় ৫-১৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা-দার্জিলিং পারদ পতন সর্বত্র
Suvendu Adhikari: কেন সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর? খোলসা করে সবটা বললেন শুভেন্দু