মার্চের আগেই কি কলকাতায় পুরভোট, কমিশনকে কী বলল রাজ্য সরকার

  • মার্চের শেষেই হতে পারে কলকাতা পুরভোট  
  • ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড়মাসের মধ্যেই ভোট  
  • রাজ্য নির্বাচন কমিশনকে জানাল রাজ্য সরকার 
  • রাজ্য়ের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে  জানাচ্ছে কমিশন  

Asianet News Bangla | Published : Dec 15, 2020 11:56 AM IST / Updated: Dec 15 2020, 05:36 PM IST

মার্চের শেষেই হতে পারে কলকাতা পুরভোট। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার দেড়মাসের মধ্যেই ভোট। রাজ্য নির্বাচন কমিশনকে জানাল রাজ্য সরকার। জানা গিয়েছে, ১৫ জানুয়ারি ভোটার তালিকা তালিকা প্রকাশ হবে। কমিশন সূত্রে খবর, তালিকা পুরভোট উপযোগী করতে আরও ১ মাস সময় লাগবে বলে জানা গিয়েছে।

 

আরও পড়ুন, 'এতদিন কোথায় ছিলেন', জিতেন্দ্রের প্রশংসায় দিলীপ-বাবুল, জল কোন দিকে

 


সূত্রের খবর, রাজ্য়ের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিস্তারিতভাবে জানাচ্ছে কমিশন। আগামী ১৭ ডিসেম্বর রাজ্যকে পুরসভার ভোটের নির্ঘন্ট জানাতে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার সেই সময়সীমা উত্তীর্ণ হচ্ছে। সেদিনই পুরভোট করানো নিয়ে রাজ্যের দেওয়া তথ্য সুপ্রিম কোর্টে জানাবে কমিশন। উল্লেখ্য কলকাতা পুরসভায় দ্রুত নির্বাচন চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন উত্তর কলকাতার বাসিন্দা শরদ কুমার সিং। সেই মামলায় ১৭ ডিসেম্বর রাজ্।কে পুরসভার ভোটের নির্ঘন্ট জানাতে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর সেই সময়সীমা শেষ হচ্ছে।

 

আরও পড়ুন, একুশে জুটবে কি ১০০ আসন তৃণমূলের, ভবিষ্যতবাণী মুকুল রায়ের

 

 

আরও পড়ুন, শনিবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন শুভেন্দু, একই দিনে রাজ্য় আসছেন শাহ


অপরদিকে এই সংক্রান্ত তথ্য আদালতে জানিয়ে রাজ্য সরকার সময় চেয়ে নিতে পারে বলে জানা গিয়েছে। কারণ করোনা আবহে পরিস্থিতিতে মেয়াদ উত্তীর্ণ রাজ্যের বাকি ১১০টি পুরসভার নির্বাচন কোনও মতেই বিধানসভা ভোটের আগে শেষ করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টে পুরভোট নিয়ে ১৭ ডিসেম্বরের শুনানিতে এই কথাই জানাতে চলেছে রাজ্য সরকার।

Share this article
click me!