KMC Poll Result 2021: কোথাও নিশ্চিত জয়, কোথাও আবার কান ঘেঁষে আসন প্রাপ্তি, ভোট ফলাফলের ব্যবধানেও চমক

পুরো ভোটের ফলাফলে ভালো করে নজর দিলেই বেশ কিছু আসন উঠে আসবে আলোচনায়, কোথাও বিপুল জয়, কোথাও আবার মাত্র কয়েকটি ভোটেই কেল্লাফতে। 

Jayita Chandra | Published : Dec 21, 2021 7:35 PM IST / Updated: Dec 22 2021, 01:45 AM IST

পুরোসভা ভোটে (KMC Election) নজিরকাড়া লড়াই যেমন একদিকে ফুঁটে উঠেছে, তেমনই আবার কোথাও কোথাও ভোট মার্জিন সামান্য ফারাক। কোন কোন ওয়ার্ডে লড়াই ছিল তুঙ্গে একবার দেখে নেওয়া যাক- উত্তর কলকাতার শ্যামপুকুর এলাকায় ২১ নম্বর ওয়ার্ড,  মাত্র ৪৭ ভোটের ব্যবধানে জয়ীর  তৃণমূলের মীরা হাজরা, ৩ হাজার ৮৫১ ভোটে জয় পেলেও  কড়া টক্কর দিয়েছেন সিপিএমের সুজাতা সাহা প্রাপ্ত ভোট ৩ হাজার ৮০৪। একই তালিকায় রাখতে হয় ১০৩ নম্বর ওয়ার্ডকে।  সিপিএমের নন্দিতা রায় এই আসন থেকে জিতেছেন মাত্র ৯২ ভোটের ব্যবধানে। তাঁর প্রাপ্তী ভোট ৫ হাজার ৮৬২টি । শাসকদলের প্রার্থী সুকুমার দাসের প্রাপ্ত ভোট ৫ হাজার ৭৭০।

৯৮ নম্বর ওয়ার্ড, এখানেও চোখে পড়ে হাড্ডাহাড্ডি লড়াই।  ওয়ার্ডে সিপিএমের প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তীর থেকে ২৯৪ ভোট বেশি পেয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। তাঁর প্রাপ্তী ভোটের সংখ্যা ৮ হাজার ৭৩৪ । আরও এক প্রার্থী হলেন ১৩৫ নম্বর ওয়ার্ডের রুবিনা নাজ। নির্দল এই প্রার্থীর ভোট প্রাপ্তী ১০ হাজার ২৫। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আখতারি নিজামি ৯ হাজার ৬৬৫টি ভোট পেয়েছেন। ব্যবধান মাত্র ৩৬০টি ভোটের।

আরও পড়ুন - KMC Election 2021: কলকাতার পরবর্তী মেয়র কে, জানা যাবে ২৩ ডিসেম্বর, বললেন মমতা

আরও পড়ুন - Suvendu Adhikari on KMC Election: 'সৌরভ দাস বঙ্গভূষণ পাবেন', ফলাফলের পর কী বলছেন শুভেন্দু

এতো গেলে  কঠোর লড়াইয়ের ছি, অন্যদিকে প্রায় নিশ্চিত জয়ের মতই বেশ কিছু জায়গায় দেখা দিল ভোটের ফলাফল, সেই তালিকায় ৬৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ফৈয়াজ আহমেদ খান রয়েছেন সবার আগে, পেয়েছেন ৬৬ হাজার ১৩৮টি ভোট।  প্রতিদ্বন্দ্বী সিপিএমের শাকিব আখতার ৪ হাজার ৯৩টি ভোট পেয়েছেন। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৬২ হাজার ৪৫ ভোটের । অন্যদিকে বিজেপি-র প্রার্থী চন্দন দাস ৪০ হাজারের বেশি ভোটে হেরেছেন। ৫৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের সন্দীপন সাহা তাঁর প্রাপ্ত ভোট ৪৬,৬৯৭। দু’জনের মধ্যে ৪০ হাজার ৮২৩টি ভোটের ব্যবধান রয়েছে।

১০৯ নম্বর ওয়ার্ড ৩৭ হাজার ৬২৩টি ভোটের ফারাক রয়েছে জয়ী তৃণমূলের প্রার্থী তথা অভিনেতা অনন্যা বন্দ্যোপাধ্যায় । জয়ী হয়েছেন ৪০ হাজার ৪৫৮ ভোটে। এই ওয়ার্ডে দ্বিতীয় স্থানে থাকা সিপিএমের শিখা পূজারি ২ হাজার ৮৩৫টি ভোট পেয়েছেন। ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী জীবন সাহা পেয়েছেন ৩০ হাজার ২৪টি ভোট। বিপরীতে ছিলেন বিজেপি প্রার্থী মিলন দেড়ে,  দু’জনের মধ্যে রয়েছে ২৮ হাজার ৮৩৮ ভোটের ব্যবধান। ৫৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের জলি বসুও  বিপুল ভোটে জিতেছেন। 

Share this article
click me!