'বৈশাখী ছাড়া রাস্তায় হাঁটতে পারেন না শোভন', খড়দহ থেকে কটাক্ষ কুণাল ঘোষের

Published : Jan 11, 2021, 07:20 PM ISTUpdated : Jan 11, 2021, 07:24 PM IST
'বৈশাখী ছাড়া রাস্তায় হাঁটতে পারেন না শোভন', খড়দহ থেকে কটাক্ষ কুণাল ঘোষের

সংক্ষিপ্ত

খড়দহের সভা থেকে বিজেপিকে তোপ শুভেন্দুকে তীব্র আক্রমণ কুণালের শোভনকেও খোঁচা দিচে ছাড়েননি কেন্দ্রীয় নীতির বিরোধিতায় সরব 

খড়দহের সভা থেকে মুকুল থেকে শুরু করে শোভন। তৃণমূলের সব দলত্যাগী নেতাদের নিশানা করলেন কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারীকে বেইমান বলে কটাক্ষ করেন। শুধু তাই নয়, বৈশাখীর প্রসঙ্গ তুলে শোভন চট্টোপাধ্য়ায়কে একহাত নেন কুণাল। শুভেন্দু তৃণমূলে থাকাকালীন অনেক সুবিধা নিয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন-ইডি-র স্ক্যানারে গরু-পাচার চক্র, এনামূলের কলকাতার অফিসে তল্লাশি সিবিআইয়ের

সভা দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, ''শুভেন্দু অধিকারী আমার ভাতৃপ্রতিম। এখন তৃণমূল বিরুদ্ধে বড়বড় কথা বলছেন। শুভেন্দুর বাবা সাংসদ, ভাই সাংলদ, ছোট ভাই কাউন্সিলর। তাহলে দলটা কীভাবে খারাপ হলেন। মুকুল রায়ের পিছনে ইডি রয়েছে। তাই ভয়ে বিজেপিতে যোগদান করেছে। তাই মুকুল এখন মেড ইন চাইনা''।

আরও পড়ুন-ডাক্তার দেখাতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ১ মহিলা-সহ মৃত ৩, জখম আরও ৪ জন

এরপরই, শোভন চট্টোপাধ্য়ায়কে নিশানা করেন কুণাল। তিনি বলেন, ''বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় ছাড়া রাস্তায় হাঁটতে পারেন না। শোভন দা বিজেপির পর্যবেক্ষক হয়েছেন। গত তিন বছরে তিনি বৈশাখীর পর্যবেক্ষণ করেছেন শোভন। আর বৈশাখী পর্যবেক্ষণ করেছেন শোভন দাকে। এক জন্য বিজেপির পুরোন কর্মীদের নেতাদের বান্ধবীকে তেল মেরে চলতে হবে ''। কটাক্ষ কুণাল ঘোষের।

PREV
click me!

Recommended Stories

Kartik Maharaj: বেলডাঙা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য কার্তিক মহারাজের! দেখুন কী বলছেন তিনি
Barasat News: পুলিশের বাধায় স্কুলে ঢোকা গেল না! শেষে ফুটপাতেই হল সরস্বতী পুজো