আজ শোভন-বৈশাখীর মেগামিছিলে এখনও মেলেনি লালবাজারের অনুমতি, কোন পথে BJP

  • কলকাতায় আবার বিজেপির মেগামিছিল 
  • সোমবার রোড শো-তে থাকবেন কৈলাস-শোভন  
  • ব্যাক্তিগত কারণে থাকছেন না বলে জানালেন বৈশাখী 
  • যানজটের জন্য  মিছিলের অনুমতি দেয়নি লালবাজার 

কলকাতায় ফের বিজেপির মেগামিছিল। সোমবারের এই রোড শো-তে থাকার কথা বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়ের। এদিকে লাল বাজারের তরফে জানানো হয়েছে, এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি।  

আরও পড়ুন, 'বাংলায় পদ্ম ফোটাবে দিলীপ-শুভেন্দু', ঝাড়গ্রাম- সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি 'শিশির' পুত্রের

Latest Videos


সূত্রের খবর , রবিবারের রাতের বৈঠকে ঠিক হয়েছে, পুলিশের সঙ্গে সংঘাতে যাবে না বিজেপি। সোমবার খিদিরপুর থেকে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বিজেপির রাজ্য দফতরে যাওয়ার কর্মসূচি নিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে থাকার কথা বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়ের। তবে ব্যাক্তিগত কারণে এই মিছিলে থাকছেন না বলে জানালেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায়। অপরদিকে, বিজেপির এই মেগামিছিল হলে এলাকায় ব্যপক যানজট তৈরি হবে বলে ব্যাখা লালবাজারের তরফে। তাই এই মিছিলের অনুমতি দেওয়া হয়নি। 

 

 

আরও পড়ুন, ২১ -র আগে মিলবে না সিগারেট, খুচরো বিক্রি করলেই ৫ বছরের জেল, নয়া আইন আনছে কেন্দ্র

 

তবে রাজ্যের এই পদক্ষেপের কটাক্ষ করে বিজেপির মুখপাত্র শমীক ভটাচার্য জানিয়েছেন, 'তৃণমূল গণতন্ত্রে কতটা আস্থা রাখে, এই ঘটনাটাই বুঝিয়ে দিল ।' সুত্রের খবর, রোড শো নিয়ে বিজেপি, রাজ্য়ের সঙ্গে সংঘাতের পথে যেতে প্রস্তুত। বিজেপি সূত্রের খবর, সোমবার দলের রাজ্য দফতরে পৌঁছানের পর শোভন কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন।
 

Share this article
click me!

Latest Videos

PM Modi Live: নিখিল কামথের মুখোমুখি প্রধানমন্ত্রী, কী বার্তা, দেখুন সরাসরি
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন