বনধে দাদাগিরি নয়, বামেদের গান্ধীগিরি ফ্রেমবন্দি, অবরোধ তুলতে যেতেই পুলিশকে মিষ্টি মুখ-গোলাপ

  • বামেদের ১২ ঘন্টার বনধে বিরল দৃশ্য চূচূড়ায় 
  •  পুলিশকে মিষ্টি মুখ করানোর চেষ্টায় বামেরা 
  • যদিও পুলিশ তা নিতে অস্বীকার করেছে 
  • কোথাও আবার গোলাপ দেওয়া হয়েছে 

বনধে বিরল দৃশ্য চূচূড়ায়। শুক্রবার চূচূড়া রোডে বাম কর্মীদের অবরোধে উলটপূরাণ। অবরোধ তুলতে যেতেই কোনও ঝামেলা না করে পুলিশকে মিষ্টি মুখ করানোর চেষ্টায় বামেরা।  যদিও পুলিশ সেই চকোলেট নিতে অস্বীকার করেছে। 

আরও পড়ুন, বনধের জেরে বিপর্যস্ত শিয়ালদহের সব শাখায় ট্রেন চলাচল, চরম ভোগান্তিতে যাত্রীরা  

Latest Videos

 

 

শুক্রবার সাতসকালেই  চূচূড়া রোডে অবরোধ করেন দলীয় পতাকা হাতে নিয়ে বাম কর্মীরা। তবে বিন্দুমাত্র  বচসায় না গিয়ে বামেরা সরাসরি পুলিশের হাতে ক্যাডবেরি চকোলেট তুলে দেয়। বাম কর্মীরা মুখে বলেন, 'আপনারা লাঠিপেটা করছেন, আমরা আপনাদের চকোলেট খাওয়াচ্ছি।' যদিও পুলিশ সেই চকোলেট নিতে অস্বীকার করেছে। তবে শুধু বনধ সফলে মিষ্টিমুখই নয়,  কোথাও আবার গোলাপ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, আজ বামদের ডাকা ১২ ঘন্টার বাংলা বনধে প্রভাব সর্বত্র, বন্ধ পরিষেবা, দেখুন ছবি  

 


 
 বামেদের নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ ঘোষণা করেছে বাম যুব ছাত্র সংগঠন। উল্লেখ্য,  কর্মসংস্থানের দাবিতে  বৃহস্পতিবার দুপুরে ১০টি বামপন্থী দল একসঙ্গে অভিযান করে। তাতেই বাধা দেয় পুলিশ। এই নিয়েই ধস্তাধস্তি শুরু হয়ে সেখানে। পরে তা ভয়ঙ্কর আকার নেয়।কলেজস্ট্রিট থেকে শুরু হয় মিছিলটির যাত্রা। মিছিলটি এসএন ব্যানার্জী রোড দিয়ে যাওয়ার সময় ধর্মতলা ক্রসিংয়ে আটকে বেরিকেড দিয়ে বাধা দেয় পুলিশ। আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করলেই পুলিশ বাধা দেয়। এরপরে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাধে সংঘর্ষ। আহত হয় দুতরফেই, ডিসিপি সহ একাধিক পুলিশ কর্মী এবং বাম যুব ছাত্র সংগঠনের কর্মীরা।  
 
 

 

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News