ভোটের আগে বাংলায় ঢালাও বিনিয়োগ, একগুচ্ছ শিল্প সম্ভাবনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

Published : Dec 24, 2020, 05:13 PM ISTUpdated : Dec 24, 2020, 05:29 PM IST
ভোটের আগে বাংলায় ঢালাও বিনিয়োগ, একগুচ্ছ শিল্প সম্ভাবনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সংক্ষিপ্ত

ভোটের আগে শিল্প সম্ভাবনার কথা ঘোষণা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা নবান্ন থেকে ঘোষণা করলেন তিনি রাজ্য়ে নতুন শিল্প কী কী

রাজ্যে শিল্পের নতুন সম্ভাবনার কথা  ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে এই  কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-'১৬ নয়, মেদিনীপুরে ৩৫টি আসনেই হারাবো', কাঁথির ব়্যালি থেকে তৃণমূলকে হুঁশিয়ারী শুভেন্দুর 

রাজ্যে শিল্পের নতুন সম্ভাবনা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

• আগামী সোমবার তাজপুর পোর্ট নিয়ে সংবাদ পত্রে বিজ্ঞাপন দেওয়া হবে। এখানে গভীর সমুদ্র বন্দর   তৈরি এর জন্য আগ্রহীদের আবেদন করা হবে। 
• খুব কম করে এখানে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। 
• দুই মেদিনীপুরে এর মধ্যে ব্যবসার প্রসার ঘটবে। 
• সারা দেশের ১৩% লোহা - ইস্পাত সরবরাহ এখান থেকে হয়। আগামী দিনে তা আরো বাড়বে। 
• দুই মেদিনীপুরে, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বর্ধমান থেকে ইস্পাত সরবরাহ বাড়বে। নতুন কর্মদিশা তৈরি হবে। 
• জাপান সহ অন্যান্য দেশে যে রপ্তানি হয় সেটা আরো বাড়বে। 
• মৎস্যজীবীদের পেশা আরও উন্নতি হবে।

আরও পড়ুন-'কলকাতাকে মিনি পাকিস্তান বানিয়েছে', কাঁথিতে পদযাত্রা থেকে তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর

সিঙ্গুরে নতুন শিল্প স্থাপনের ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শিল্প হবে

• সিঙ্গুরে আমরা শিল্প করতে চেয়েছিলাম। তার জন্য আবেদন করেছিলেন একাধিক জায়গায়।
• সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমরা তৈরি করছি। সেখানে যাতে কৃষিজ পণ্য বিক্রি হতে পারে তাই এই ভাবনা। ক্ষুদ্র ও  মাঝারি শিল্প দফতর ১১ একর জমির উপর এটা করা হবে। 
• ইচ্ছুকদের কাছে আবেদন চাওয়া হচ্ছে। ছোট, মাঝারি এবং বড় প্লট দেওয়া হবে আবেদনকারীদের।

পানাগর এলাকায় ফুড প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক

• পানাগর এলাকায় ৪০০ কোটি টাকা বিনিয়োগ করে ফুড প্যাকেজিং ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা হচ্ছে। এর জন্য আবেদন চাওয়া হচ্ছে। আমার নতুন চাকরির জন্য আরো সুযোগ খুলে রাখছি। 

রাজ্যের শিল্প নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এর আরও ঘোষণা

• বাগডোগরার জন্য আমরা ইতিমধ্যেই জমি দিয়ে দিয়েছি। 
• যেখানে জমি কারো দখলে নেই সেখানে আমরা শিল্প করবো।
• যেখানে যেখানে শিল্পের কথা ঘোষনা করা হলো সেখানে জমি নিয়ে কোন সমস্যা হবে না।
 

PREV
click me!

Recommended Stories

Sukanta Majumdar: ‘ক্রীড়ামন্ত্রী ‘ক্রীড়া’ বানান লিখতে গিয়ে ভুল করেন!’ অরূপকে ধুয়ে দিলেন সুকান্ত
SIR West Bengal : শুনানিতে না গেলে কী হবে? চাঞ্চল্যকর মন্তব্য করল কমিশন!