'কে শুনতে চায় ওনার মনের কথা', করোনা পরিস্থিতিতে মোদীর 'মন কী বাত' নিয়ে তোপ মমতার

Published : Apr 25, 2021, 03:54 PM IST
'কে শুনতে চায় ওনার মনের কথা', করোনা পরিস্থিতিতে মোদীর 'মন কী বাত' নিয়ে তোপ মমতার

সংক্ষিপ্ত

দেশ জুড়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি ফের একবার মোদীকে তোপ মমতার নির্বাচনের ভার্চুয়াল প্রচার তেকে আক্রমণ কটাক্ষ করলেন মন কী বাত অনুষ্ঠান নিয়েও  

রবিবার 'মন কী বাত' অনুষ্ঠানে দেশ জুড়ে করোনা পরিস্থিতিতে সকলকে সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাশবাসীর কী করণীয় তাও জানিয়েছেন মোদী। দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র 'মোদীর মন কি বাত' অনুষ্ঠানকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,'দেশে অক্সিজেন নেই। এদিকে মোদী মন কি বাত করে চলেছেন। ওঁর মনের কথা কে শুনতে চায়?'

করোনা পরিস্থিতিতে ভোটের প্রচারে সভা, মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। পরিবর্তে চলছে ভার্চুয়াল সভা। আগামী ২৯ এপ্রিল বহরমপুর-সহ মুর্শিদাবাদের ১১টি আসনে ভোট। তার আগে সোমবার, মুর্শিদাবাদের আরও ১১টি আসনে ভোট। রবিবারের বহরমপুরের রবীন্দ্র সদনে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান ও জেলার অন্যান্য প্রার্থীদের সঙ্গে নিয়ে সভা করেন মমতা। সেখান থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন,'মোদি তো ভাষণ দিতেই ব্যস্ত, ভাষণ দিয়েই চলে গেলেন। এতদিন ভ্যাকসিন দিলে তো এতটা খারাপ পরিস্থিতি হত না। ৮০টা দেশকে ভ্যাকসিন দিলেন বিনা পয়সায়, আর এখানে কিনতে হচ্ছে।' পাশিপাশি বলেন,'দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। লোক মারা যাচ্ছে। অক্সিজেন নেই। আর উনি রেডিওতে ভাষণ দিচ্ছেন।'

শুধু মোদীকে আক্রমণ করাই নয়, নির্বাচন কমিশনের ভূমিকাকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বিডেপির কথায় চলচে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ক্ষমতায় আসলে যে আধিকারিকরা পক্ষপাতমূলক আচরণ করছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার করারও হুঁশিয়ারী দিয়েছেন মমতাবন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুর্শিদাবাদবাসীকে নির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপূল ভোটে জেতানোর জন্য আহ্বান করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI