'কে শুনতে চায় ওনার মনের কথা', করোনা পরিস্থিতিতে মোদীর 'মন কী বাত' নিয়ে তোপ মমতার

  • দেশ জুড়ে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি
  • ফের একবার মোদীকে তোপ মমতার
  • নির্বাচনের ভার্চুয়াল প্রচার তেকে আক্রমণ
  • কটাক্ষ করলেন মন কী বাত অনুষ্ঠান নিয়েও
     

রবিবার 'মন কী বাত' অনুষ্ঠানে দেশ জুড়ে করোনা পরিস্থিতিতে সকলকে সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার মাধ্যমে দাশবাসীর কী করণীয় তাও জানিয়েছেন মোদী। দেশের ভয়াবহ করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র 'মোদীর মন কি বাত' অনুষ্ঠানকে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন,'দেশে অক্সিজেন নেই। এদিকে মোদী মন কি বাত করে চলেছেন। ওঁর মনের কথা কে শুনতে চায়?'

করোনা পরিস্থিতিতে ভোটের প্রচারে সভা, মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। পরিবর্তে চলছে ভার্চুয়াল সভা। আগামী ২৯ এপ্রিল বহরমপুর-সহ মুর্শিদাবাদের ১১টি আসনে ভোট। তার আগে সোমবার, মুর্শিদাবাদের আরও ১১টি আসনে ভোট। রবিবারের বহরমপুরের রবীন্দ্র সদনে তৃণমূলের জেলা সভাপতি আবু তাহের খান ও জেলার অন্যান্য প্রার্থীদের সঙ্গে নিয়ে সভা করেন মমতা। সেখান থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন,'মোদি তো ভাষণ দিতেই ব্যস্ত, ভাষণ দিয়েই চলে গেলেন। এতদিন ভ্যাকসিন দিলে তো এতটা খারাপ পরিস্থিতি হত না। ৮০টা দেশকে ভ্যাকসিন দিলেন বিনা পয়সায়, আর এখানে কিনতে হচ্ছে।' পাশিপাশি বলেন,'দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ। লোক মারা যাচ্ছে। অক্সিজেন নেই। আর উনি রেডিওতে ভাষণ দিচ্ছেন।'

Latest Videos

শুধু মোদীকে আক্রমণ করাই নয়, নির্বাচন কমিশনের ভূমিকাকেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন বিডেপির কথায় চলচে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ক্ষমতায় আসলে যে আধিকারিকরা পক্ষপাতমূলক আচরণ করছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার করারও হুঁশিয়ারী দিয়েছেন মমতাবন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুর্শিদাবাদবাসীকে নির্বাচনে তৃণমূল প্রার্থীদের বিপূল ভোটে জেতানোর জন্য আহ্বান করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Share this article
click me!

Latest Videos

কীভাবে তৃণমূল ভোটে জিতেছে মানুষ এবার বুঝতে পারছে, জঙ্গি যোগ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু
Canning-এ জঙ্গি আটকের পর কড়া হলো পুলিশের নজরদারি! স্টেশনে পুলিশে নাকা তল্লাশি | South 24 Parganas
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
প্রয়াত Manmohan Singh-এর স্মৃতিচারণায় Narendra Modi, দেখুন কী বললেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News