রবিবার শাহ-সফরের দিনেই পূর্ব মেদিনীপুরে সভা মমতার। এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর এবং দক্ষিণে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। উল্লখ্য একই দিনে এগরার ময়দানে নামবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।
রবিবার শুভেন্দু গড়ে সভা মমতার। উল্লেখ্য, ভোটের দোরগড়ায় নির্বাচনী প্রচার সেরে সর্বোত্রই সেরে ফেলতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এজন্য একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো ৩ জায়গায় সভা করেন। তবে মাঝে নন্দীগ্রামে আহত হওয়ায় মুখ্যমন্ত্রীকে আরও কষ্ট করতে হচ্ছে।হুইল চেয়ারে বসে সর্বোত্রই তাই মুখ্যমন্ত্রী 'ভাঙা পায়েই খেলা হবে' ডাক দিচ্ছেন। প্রসঙ্গত, শনিবার হলদিয়ায় এসে নাম না করে শুভেন্দুর কথা বলতে ছাড়েননি। মীরজাফর গদ্দার বলে তকমা দিলেন মমতা। এদিন ক্ষোভ উগরে বলেন, 'মেদিনীপুরের কিছু গদ্দাকে পুষেছিলাম।' পাশপাশি এদিন বিধাবা ভাতা সহ মেয়েদের হাতখরচ দেওয়া হবে আরও একবার মনে করিয়ে দেন তিনি।' বিজেপি দলে যে মেয়েরাও সুরক্ষিত নয়', তোপ দাগেন তিনি। তবে শুধু বঙ্গ বিজেপি বলেই শান্ত হননি এদিন মমতা, যোগী রাজ্য়ের প্রসঙ্গও আবার তুলেছেন তিনি।
অপরদিকে,ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছেন কৈলাস বিয়বর্গীয়। এদিন বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসার কথা পূর্ব মেদিনীপুরের এগরায়। আর শাহ-র সভাতেই তৃণমূলের প্রাক্তণী শিশির অধিকারী বিজেপিতে যোগ দিচ্ছেন।