রাজ্য়ের সরকারি কর্মচারীদের জন্য বাড়ি বানাতে প্লট উপহার নিউটাউনে, ভোটের আগে কল্পতরু মমতা

Published : Feb 13, 2021, 02:41 PM IST
রাজ্য়ের সরকারি কর্মচারীদের জন্য বাড়ি বানাতে প্লট উপহার নিউটাউনে, ভোটের আগে কল্পতরু মমতা

সংক্ষিপ্ত

ভোটের আগে  বড় উপহার  মমতার  সরকারি কর্মচারীদের জন্য ৪০০ প্লট রাজ্য আবাসন যোজনার মাধ্যমে নিউটাউনে  বাজিমাত মা-মাটি-মানুষের সরকারের 

 ভোটের আগে সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার মমতার। কল্পতরু মমতা প্রকল্পে রাজ্য আবাসন যোজনার মাধ্যমে বাংলার সরকারি কর্মচারীদের জন্য  ৪০০ প্লট দেওয়ার ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে বাজিমাত মমতা-র সরকারের।

আরও পড়ুন, মোদী-শাহকে কুমড়ো সঙ্গীত দিয়ে আক্রমণ মদনের, ভোটের আগে ভাইরাল 'লাভলি' গানের ভিডিও 

 

 

সামনেই ২০২১ এর নির্বাচন। এদিকে নাগরিকত্বের অধিকারটুকু থাকলেও কোথায় যেন বাসস্থানের অভাবে যন্ত্রনাদগ্ধ বাংলার বাসিন্দারা। কেউবা নিজের বাড়ির স্বপ্ন দেখতে দেখতে সরকার বদলানোই দেখছেন। এখন নিজের নামের সামান্য জমি টুকুও কিনে উঠতে পারেননি। আবার কেউ জমি কিনতে গিয়ে লোন তুলে হাবুডুবু খাচ্ছেন। তবে এবার ভোটের আগে বড়সড় উপহার সরকারি কর্মচারীদের জন্য। নিউটাউনে সরকারি কর্মচারীদের জন্য  ৪০০ প্লট দেওয়া হবে রাজ্য আবাসন যোজনার মাধ্যমে। বিরোধীদের রুখতে একাধিক নেতা-মন্ত্রীর দল ছাড়ার পরও নির্বাচনের আগে বাজিমাত মা-মাটি-মানুষের সরকারের।

 

আরও পড়ুন, 'দীনেশকে শুধু নোবেল দেওয়াই বাকি ছিল মুখ্যমন্ত্রীর', 'বিশ্বাসঘাতক' তকমা দিলেন মদন 

 

 

তবে শুধু ভোটের মুখে কল্পতরু মমতা আরও অনেক উপহারই এনেছে বাংলার মানুষের জন্য। আদিবাসী-তপশিলী সম্প্রদায়দের জন্য ২০ লক্ষ পাকা বাড়ি, ইংরেজি মাধ্যম স্কুলেরও ঘোষণাও করেছেন মমতা। এর পাশপাশি মুখ্যমন্ত্রী প্রতিশ্রতি দিয়েছেন, যতো কাঁচা বাড়ি আছে, সেগুলি পাকা বাড়ি করা হবে। এজন্য দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী।
 

PREV
click me!

Recommended Stories

২০২৬ সালে স্কুলগুলিতে ছুটির লম্বা তালিকা, নতুন বছরের আগেই ঘোষণা WBBSE
SIR-এর ভয়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, ব্যাগ ও বস্তায় ভরে কী নিয়ে যাচ্ছে? দেখুন