মুর্শিদাবাদ সফরে অপ্রত্যাশিত ভাবে ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন। বিজেপির অভিযোগ উড়িয়ে এহেন পরিস্থিতি সামাল দিতে 'মুর্শিদাবাদের কোথাও সন্ত্রাস হয়নি' সাফাই তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খানের।
মুর্শিদাবাদ সফরে অপ্রত্যাশিত ভাবে ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশন। কোনওরকম আগাম আভাস ছাড়াই মুর্শিদাবাদে ঝটিকা সফরে জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকদের একটি বিশেষ কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে হাজির হয়। ভোট পরবর্তী সন্ত্রাস হামলার নানা অভিযোগের ঘটনার ভিত্তিতে জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনায়। এ খবর চাউড় হতেই শুক্রবার শোরগোল পড়ে যায় জেলার উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। তাঁদের সামনে জেলার বিভিন্ন অংশের স্থানীয় মানুষ থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে ধরতে হাজির হন।
আরও পড়ুন, কড়া নজরে রাজীব-সব্যসাচী, দল বিরোধি বক্তব্যের জেরে 'বহিষ্কার' করবে কি BJP
কমিশনের প্রতিনিধি দলের এক আধিকারিক আতিফ রসিদ বলেন, 'আমাদের কাছে একাধিক অভিযোগ জমা পড়ে। সেগুলি আমরা দেখতে এসেছিলাম। কিন্তু জেলায় আমাদের আসার খবর পেয়ে অনেকেই দেখা করতে এসেছিলেন। তাঁরাও সরাসরি আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগগুলি দেখার জন্য জেলাশাসক ও পুলিস সুপারকে বলা হয়েছে। আক্রান্তরা পুলিসকে ভয় পাচ্ছেন। এমনকি অনেকে অভিযোগ জানাতে এসে মাঝ রাস্তা থেকে ফিরে গিয়েছেন। অনেকে ভয়ে আমাদের কাছে আসেননি। পুলিসের প্রতি এরকম ভয় থাকা ঠিক নয়। আক্রান্তদের পুলিসের কথা বললেই ভয় পেয়ে যাচ্ছে। পুলিস সুপারকে বলেছি, এদিন যতজন অভিযোগ জানাতে এসেছিলেন তাঁদের সকলকে নিরাপত্তা দিতে হবে। যাঁরা আসেননি তাঁদেরকেও সুরক্ষা দিতে হবে। আমরা চলে গেলে আবার আক্রমণ হবে বলে অনেকেই আশঙ্কা করছেন। এটা হওয়া উচিত নয়। বিষয়টি দেখা উচিত জেলা প্রশাসনের।'
আরও পড়ুন, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে কাটল জট, স্থগিতাদেশ প্রত্যাহার হাইকোর্টের
বিজেপির জেলা নেতৃত্তের অনেকেই এদিন ওই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত করার জন্য সার্কিট হাউসের বাইরে দাঁড়িয়ে থাকেন। বিজেপি নেতৃত্বের তরফের জাতীয় মানবাধিকার কমিশনকে জানানো হয় , 'মুর্শিদাবাদে নির্বাচনের পর থেকে জেলার বিভিন্ন জায়গায় অত্যাচার হচ্ছে। অনেকেই বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে। আমাদের কর্মীদের ফসল কেটে নেওয়া হচ্ছে। পুলিস বাড়ি বাড়ি গিয়ে বলছে, 'আপনারা বলবেন ভালো আছি। কোনও সমস্যা নেই।'
আরও পড়ুন, ভুয়ো ভ্য়াকসিন মামলায় CBI তদন্তের দাবি খারিজ করল হাইকোর্ট, স্বস্তিতে রাজ্য
তৃণমূল মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলের বক্তব্যের বিরোধিতা করেছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল সাংসদ তথা জেলা সভাপতি আবু তাহের খান পাল্টা অভিযোগ করে বলেন,'মুর্শিদাবাদের কোথাও কোন ভোট পরবর্তী সন্ত্রাস হয়নি,বিজেপি পরিকল্পনা করেই কিছু লোকজনকে কমিশনের সামনে নিয়ে আসে। তারা যা শিখিয়েছে সেটাই বলেছে। বিক্ষিপ্তভাবে কোথাও গণ্ডগোল হলে পুলিস কড়া হাতে তা দমন করেছে। জেলায় শান্তির পরিবেশ রয়েছে। জানা গিয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনের ওই দলটি জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।যদিও সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয় সে বিষয়ে কেউ মুখ খুলতে চাননি।'