একুশের আগে সবচেয়ে বড় জল্পনা এবং বিতর্ক একজনেই ঘিরে, তাঁর নাম শুভেন্দু অধিকারি। তৃণমূল না বিজেপি কোন দলের হয়ে তিনি বিধানসভা ভোটে দাঁড়াবেন, এনিয়ে কম জল ঘোলা হয়নি। তবে সেই আগুন এবার ঘি পড়ল। আরও একধাপ উসকে শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে দিলেন মুকুল রায়।
আরও পড়ুন, 'অনেকে আমার মৃত্যু চায়', মমতার কথা শুনে বৈঠকেই কেঁদে ফেললেন বক্সি
'এক-দুদিনের মধ্যেই এই জল্পনা সাঙ্গ হবে', মুকুল
শুভেন্দু রায় নিয়ে মুকুল রায় প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'আমার আশা শুভেন্দু বিজেপিতেই আসবেন'। শুভেন্দু ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতেই কলকাতা এসেছেন নন্দীগ্রামের বিধায়ক। তাই এক-দুদিনের মধ্যেই শুভেন্দু অবস্থান জানা যাবে বলে রাজনৈতিক মহলে চাপান উতোর চলছে। মুকুল রায় আরও জানান, শুভেন্দু অধিকারী পদত্যাগ করেছেন। এরপরে কী অপেক্ষা করছে তা সময়ই বলবে। এক-দুদিনের মধ্যেই এই জল্পনা সাঙ্গ হবে। আশা করি উনি বিজেপিতেই যোগ দেবেন।'
আরও পড়ুন, 'জয় শ্রীরাম শুনলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে', মমতাকে তোপ দিলীপের
'শুভেন্দুর মতো নেতা দল ছাড়লে দলের ক্ষতি', অতীন
অপরদিকে, শুভেন্দু অধিকারী যদি দল ছেড়ে চলে যান, তাহলে আখেরে তৃণমূলের ক্ষতি, সাফ জানিয়েছেন পুরসভা বিদায়ী ডেপুটি মেয়র তথা প্রশাসকমন্ডলীর অন্যতম সদস্য অতীন ঘোষ। ক্ষোভ প্রকাশ করে জানান, 'শুভেন্দুর মতো নেতা দল ছাড়লে দলের ক্ষতি হবে'। এর সঙ্গে কোণ ঠাসা হচ্ছেন তিনিও, তারও আভাষ দিয়েছেন। অসন্তোষ প্রকাশ করেছে প্রশান্ত কিশোরকে নিয়েও।