'BJP ক্ষমতায় এলে বাংলায় লাভ জিহাদ বিরোধী আইন', নরোত্তমের হুঁশিয়ারিতে ক্ষোভ বিরোধীদের

 

  • লাভ জিহাদ বিরোধী আইন ঘিরে বিতর্ক
  • বাংলায় বিজেপি ক্ষমতায় এলে আইন কার্যকর 
  •  হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
  • তীব্র প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম, তৃণমূল 

Asianet News Bangla | Published : Jan 8, 2021 6:42 AM IST / Updated: Jan 08 2021, 12:22 PM IST

লাভ জিহাদ বিরোধী আইন ঘিরে বিতর্ক।  বাংলায় বিজেপি ক্ষমতায় এলে লাভ জিহাদ বিরোধী আইন কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় পর্যবেক্ষক নরোত্তম মিশ্র। এরপরেই উঠেছে বিতর্কের ঝড় রাজনৈতিক মহলে।  

আরও পড়ুন, আজ নন্দীগ্রামে শুভেন্দুর সভা, মদন মিত্রের পাল্টা জবাব দেবেন কি শিশির পুত্র

 

 


 ২০২১ বিধানসভা নির্বাচনের দোরগড়ায় দাঁড়িয়েই  লাভ জিহাদ আইন কার্যকর হবে বলে হুঁশিয়ারি দিলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা কেন্দ্রীয় পর্যবেক্ষক নরোত্তম মিশ্র। বৃহস্পতিবার দুর্গাপুরে একটা সভা করতে নরোত্তোম মিশ্র সাফ জানিয়েছেন, মধ্যপ্রদেশে আমরা ধর্মরক্ষার স্বার্থে এই আইন এনেছি। যাকে বলা হচ্ছে লাভ জেহাদ। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এখানেও আইন লাগু করা হোক, আমি এটাই চাই।

আরও পড়ুন, নাড্ডা সফরে রুট বদল, নিরাপত্তা নিশ্চিত করতে বর্ধমানে উপস্থিত কেন্দ্রীয় নের্তৃত্ব

 

 

অপরদিকে পর্যবেক্ষক নরোত্তম মিশ্রের এই বক্তব্য়ের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে সিপিএম, তৃণমূল। কড়া ভাষায় নিন্দা করেছেন সুজন চক্রবর্তী থেকেই তাপস রায়।উল্লেখ্য, যদিও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকে পাশ হয়ে গিয়েছে লাভ জিহাদ বিরোধী আইন।  

 

Share this article
click me!