আজ ফের নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন ২, পুরুলিয়াতে মোদী, মেদিনীপুরের ৩ সভাতে মমতা

Published : Mar 18, 2021, 09:07 AM ISTUpdated : Mar 18, 2021, 09:10 AM IST
আজ ফের নির্বাচনী প্রচারে ঝড় তুলবেন ২, পুরুলিয়াতে মোদী, মেদিনীপুরের ৩ সভাতে মমতা

সংক্ষিপ্ত

বৃহস্পতিবার রাজ্য সফরে আসছেন মোদী   পুরুলিয়াতে সভা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর  একইদিনে  মেদিনীপুরের ৩ সভাতে মমতা  নির্বাচনে  তৃণমূলের পাখির চোখ পশ্চিম মেদিনীপুর 

বৃহস্পতিবার রাজ্য সফরে আসছেন মোদী। পুরুলিয়াতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীর। এরপর ২০ মার্চ প্রধানমন্ত্রী সভা করবেন খড়গপু পাশাপাশি ১৮ মার্চ একইদিনে  মেদিনীপুরের ৩ সভাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন, 'উন্নয়নের জোয়ারে ঝাড়গ্রাম আজ জঙ্গল সুন্দরী', SC-ST ইস্যুতে BJPকে নিশানা মমতার 

 

 

বিধানসভা নির্বাচনে  তৃণমূলের পাখির চোখ পশ্চিম মেদিনীপুর। মমতার সরকার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় মোট ১৯ আসনের মধ্যে ১০ জন নতুন মুখ নিয়ে এসেছে। যার মধ্যে টলিউড সেলেবরাও আছেন। নির্বাচনের প্রচারে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ৩ টি বিধানসভা আসনে প্রচার চালাবেন মমতা। থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে গড়বেতা, খড়গপুর গ্রামীণ, কেশিয়ারি বিধানসভা আসনও রয়েছে। ওদিকে  বৃহস্পতিবার  বিধানসভা নির্বাচনের প্রচারেপুরুলিয়াতে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এরপর ২০ মার্চ প্রধানমন্ত্রী সভা করবেন খড়গপুরে,  ২১ মার্চ বাঁকুড়া, ২৪ মার্চ কাঁথিতে। শেষ সভা কাঁথিতে শুভেন্দুর বাবা শিশির অধিকারীর উপস্থিতি নিয়ে এতদিন ধরে চলছিল জল্পনা। ইতিমধ্যেই মোদীর সভায় আসার জন্য নিমন্ত্রণ পত্রও শিশির অধিকারীর বাড়িতে দিয়ে এসেছেন লকেট চট্টোপাধ্যায়। 

 

আরও পড়ুন, 'আমাদেরকে-সিপিএমকে ভোটটা দিন',কী ইস্যুতে 'গুলি মারা'র অভিযোগ তুলেও বামপন্থীদের বন্ধু বানালেন মমতা 

 

 

যদিও এই নিয়ে একই দিনে ময়দানে মোদী-মমতা মুখোমুখি নতুন নয়। এর আগেও কলকাতায় যখন দিদির বাড়ির পাশে ব্রিগেড কাঁপাচ্ছেন মোদী, তখন জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে উত্তরবঙ্গ সফর করেছেন মমতা। শাহ সফরের দিনেও তার ব্যাতিক্রম ঘটেনি। তবে ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে রাজ্যের শাসকদল এবং গেরুয়াশিবিরের দ্বৈরথ।

PREV
click me!

Recommended Stories

'এটা আইওয়াশ! অরূপ-সুজিতের গ্রেফতার চাই' আসানসোলে সুর চড়ালেন শুভেন্দু
Samik Bhattacharya: ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়ে বিস্ফোরক শমীক! দেখুন কী বলছেন তিনি