'কেন্দ্র থেকে টাকা আদায় করতে পারি না-এটা কার ব্যর্থতা', সরাসরি প্রশ্ন তুললেন রাজীব

  • ডুমুরজেলায় তৃণমূলকে হুঁশিয়ারি রাজীবের
  • ' এতদিন সরকার কিছুই করেনি', বলেন তিনি 
  • 'ভোটের মুখে কেন দুয়ারে সরকার' প্রশ্ন তোলেন রাজীব
  • 'স্বাস্থ্যসাথী কর্মসূচি পুরোটাই ভাওতাবাজি', সাফ জাানলেন তিনি

'এটা প্রমাণ হয়ে গিয়েছে এতদিন সরকার কিছুই করেনি', বিজেপিতে যোগ দেওয়ার পর রবিবার হাওড়ার জনসভায় 'দুয়ারে সরকার' নিয়ে রীতিমত ঠুকলেন রাজ্যের শাসক দলকে, রাজীব বন্দ্য়োপাধ্যায়। সাফাই না গেয়ে ব্যর্থতার দায় নেওয়ার এবার সময় এসেছে, এমনই ইঙ্গিত দিলেন  বাংলার প্রাক্তন বনমন্ত্রী। 

 

Latest Videos

 

আরও পড়ুন, 'বাংলার কৃষকদের ভাওতা দিয়েছেন দিদি- মানুষ ক্ষমা করবে না', তোপ শাহ-র  


এদিন রাজীব বন্দ্য়োপাধ্যায় বলেন, ভোটের মুখে দুয়ারে সরকার হচ্ছে। এতদিন তার মানে দুয়ারে দুয়ারে যায়নি তৃণমূলের সরকার। এরপরেই তিনি প্রশ্ন তোলেন রাজ্য সরকারকে,'কেন্দ্র থেকে টাকা আদায় করতে পারি না-এটা কার ব্যর্থতা'। কেন্দ্র এবং রাজ্য় একই সরকার চাই। আমরা চাই ডাবল ইঞ্জিন সরকার। ডবল ইঞ্জিন সরকারই মানুষকে দিশা দেখাতে পারবে। তিনি আরও বলেন, ভোটের মুখে কেন রাজ্য সরকারকে দুয়ারে দুয়ারে যেতে হচ্ছে। যদি ঠিক মতো কাজ করত বর্তমান এই সরকার, তাহলে ভোটের মুখে এইভাবে দুয়ারে সরকার আনতে হত না। এমনকি তিনি বলেন বর্তমানের এই স্বাস্থ্যসাথী কর্মসূচি পুরোটাই ভাওতাবাজি। তার কারণ সেই পরিমাণ বাজেটেই নেই শাসক দলের কাছে। 

আরও পড়ুন, বাংলায় মোদীর কর্মসূচিতে আমন্ত্রিত শুভেন্দুর ভাই দিব্যেন্দু, চোখে কোন ফুল দেখবে এবার তৃণমূল 

 

 

অপরদিকে, তিনি আরও বলেন,' দরকারে পাড়ায় পাড়ায় যাবো, যাবো গ্রামে গ্রামেও।' একুশের দোরগড়ায় এমনই তথ্য ভরা যুক্তির কাঠগোড়ায় নিশ্বাস নিতে পারবে কি তৃণমূল, ডুমুরজেলার সভার পর এই প্রশ্ন সবার মুখেই।  

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News