শ্রাবন্তীর মুখ্য নির্বাচনী এজেন্টের ইস্যুতে দিলীপের বিরুদ্ধে বিস্ফোরক তথাগত রায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অপসারণ চেয়ে টুইট করেছেন তিনি। সামনে এনেছেন কিছু ছবি। এবার বেহালা পশ্চিমের পার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্টের ইস্যুতে রাজ্য নের্তৃত্বের ভূমিকা এবং পারদর্শিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
আরও পড়ুন, BJP-র পুরসভা ঘেরাও অভিযান মোকাবিলায় কড়া নিরাপত্তা, শহরে ৩ হাজার পুলিশ মোতায়েন
প্রসঙ্গত, এক ব্যাক্তি শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের চিফ এজেন্ট সোহেলের একাধিক ছবি পোস্ট করেছেন। যেখানে তৃণমূল নেতাদের সঙ্গে ছবি রয়েছে সোহলের। ফিরহাদ হাকিম সহ শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে সোহেল দত্তকে। তবে এখানেই শেষ নয়, এনআরসি এং সিএএ বিরোধী মিছিলেও সামনের সারিতে হেঁটেছেন তিনি। পরপর ছবিগুলির সঙ্গেই ওই পোস্টে লেখা, ইনি হচ্ছেন সোহেল দত্ত।বেহালা পশ্চিমের পার্থী অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মুখ্য নির্বাচনী এজেন্ট। বাকিটা আপনারাই বিচার করুন।' স্ক্রিনশটটি পোস্ট করার সঙ্গে পাল্টা প্রশ্ন করে,সেই টুইটেই এটা সত্যি কিনা জানতে চেয়েছেন তথাগত।
আরও পড়ুন, পিছু ছাড়েনি প্রশ্ন, তুষার অপসারণ ইস্যুতে আজ দুপুরেই রাষ্ট্রপতির কাছে তৃণমূল
উল্লেখ্য একুশের নির্বাচনের পর থেকেই বিদ্রোহী হয়ে উঠেছেন তথাগত রায়। রাজ্য নের্তৃত্বের ভূমিকা এবং পারদর্শীতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে তথাগত রায়। দল বিরোধী মন্তব্যে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার মুখোমুখিও বসতে হয়েছে তাঁকে। তবে সেজন্য যবনিকা টেনে দেননি। তাঁকে একটি রিপোর্ট দিতে বলা হলে চার নেতার বিরুদ্ধে সরব হন তথাগত। তবে এবার 'হ্যাসট্য়াগ রিজাইন দিলীপ ঘোষ' বলে টুইটে তোপ দাগলেন তিনি।