'জলজ্যান্ত লোকটা সকালেও গল্প করল', ভোট দিয়ে বাড়ি ফিরতেই মর্মান্তিক মৃত্যু ভোটারের

Published : Apr 26, 2021, 06:17 PM ISTUpdated : Jun 01, 2021, 01:19 PM IST
'জলজ্যান্ত লোকটা সকালেও গল্প করল', ভোট দিয়ে বাড়ি ফিরতেই মর্মান্তিক মৃত্যু ভোটারের

সংক্ষিপ্ত

 আচমকা মর্মান্তিক মৃত্যু হল এক প্রৌঢ় ভোটারের   সোমবার এই নিয়ে বিনিয়া গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য বছর একাশির মৃত ওই ব্যক্তির নাম শিশুপদ মন্ডল  'জলজ্যান্ত লোকটি সকালেই সুস্থ ছিল',বলেন ছেলে   


চোখের সামনে বাড়ির পাশের ভোটদান কেন্দ্রের ভোট দিয়ে বাড়ি ফিরেই আচমকা মর্মান্তিক মৃত্যু হল এক প্রৌঢ় ভোটারের। সোমবার এই বিনিয়া গ্রাম পঞ্চায়েতের বিন্দু গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বছর একাশির মৃত ওই ব্যক্তির নাম শিশুপদ মন্ডল।

আরও পড়ুন, 'কমিশন-BJP-র টিয়া-ময়না', কোভিড ইস্যুতে মাদ্রাজ কোর্টের মন্তব্যকে সায় দিতেই নিশানায় মমতা  

ঘটনার পরই পরিবারের লোকজন কান্নায় ভেঙ্গে পড়ে। চড়া রোদ থাকার কারণে ঐ ব্যক্তি এদিন ভোটদানের জন্য তাড়াতাড়ি বাড়ি থেকে তার পরিবারের সদস্যদের সঙ্গে বের হয়ে পার্শ্ববর্তী ৫৬ নম্বর বুথে গিয়ে ভোট দান করেন। এ পর্যন্ত সব ঠিক থাকলেও বাড়ি ফিরে এসে কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি।আতঙ্কগ্রস্ত হয়ে পরিবারের লোকজন তাকে পার্শ্ববর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের ছেলে রাজপতি মন্ডল বলেন,"ভাবতেই পারছি না জলজ্যান্ত লোকটি সকালেই সুস্থ ছিল। এমনকি ভোট দিয়ে এসে আমাদের সঙ্গে বসে গল্পও করল।তারপরে কি যে এমন হলো হঠাৎ অসুস্থ বোধ করার পর এই মুহুর্তের মধ্যে মৃত্যু হল বাবার।'

আরও পড়ুন, বেলেঘাটা ID-তে করোনা রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার, তীব্র উত্তেজনা হাসপাতালে  

 

  স্বাভাবিকভাবে এইভাবে চোখের সামনে প্রতিবেশীকে মৃত্যুর কোলে ঢলে যেতে দেখে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা বিকাশ মণ্ডল বলেন,'কিছুদিন ধরেই উনি অসুস্থ ছিলেন তা বলে এইভাবে যে ভোট দেয়ার পরে তার মৃত্যু ঘটবে তা ভাবতে পারিনি।'

 

আরও পড়ুন, প্রার্থী না হতে না পারায় চরম মানসিক যন্ত্রনা, আজ নিজের কেন্দ্রের ভোটের দিনেই মৃত্যু TMC নেতার  

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ