ভোটের সকালে একাধিক হিংসা রাজ্যে, সংঘর্ষে আহত অনেকেই, হয়েছে মৃত্যুও

Published : Apr 26, 2021, 10:51 AM IST
ভোটের সকালে একাধিক হিংসা রাজ্যে, সংঘর্ষে আহত অনেকেই, হয়েছে মৃত্যুও

সংক্ষিপ্ত

সপ্তম দফা ভোটের সকালে একাধিক হিংসা ভোটের আগের রাতে হিংসার বলি ১ যুবক তৃণমূল-বিজেপি সংঘর্ষে ট্য়াংরায় জখম ১৪ জন মোতায়েন মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 

সপ্তম দফা ভোটের শুরু এবং আগের রাত ভোর সারা রাজ্য জুড়ে একাধিক হিংসার ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদ, মালদা, ভাটপাড়া, রাসবিহারী, ব্যারাকপুর সহ এধিক জায়গায় হিংসার ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। এদিকে আমডাঙায় ভোটের মাঝে হিংসার বলি ১।  

আরও পড়ুন, মৃত্যুতেও ফিরছে না হুঁশ, ভোট কর্মীর দায়িত্বে থাকা কলিং পার্সোনালদের দুরাবস্থার ছবি ভাইরাল 

আমডাঙায় ভোটের মাঝে হিংসার বলি ১।   তৃণমূল-আইএসএফ-র সংর্ঘষ উত্তাল আমডাঙা। প্রাণ হারিয়েছে এক যুবক।  তৃণমূল-আইএসএফ-র সংর্ঘষে আহত একাধিক তৃণমূল কর্মী। এদের মধ্যে একজন এশাদুল হক। রবিবার রাতেই ওই যুবকের মৃত্যু হয়। পাশাপাশি ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘর্ষে ট্য়াংরায়-হামলায় জখম ১৪ জন। ব্যারাকপুর মহকুমায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মতিভবন এলাকায় রবিবার গভীর রাতে ব্যাপক বোমাবাজি করে একদল দুষ্কৃতী। সেই বোমাবাজির ঘটনায় প্রাণ হারান  ১৯ বছর বয়সের বি.এ প্রথম বর্ষের ছাত্র অনুরাগ সাউ। ভোটের আগে সকালে বাড়ি থেকে বেরিয়ে মালদহের চাঁচলে নিখোঁজ পোলিং অফিসার। উল্লেখ্য এই দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় মোট ৩৪ টি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকছে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কড়া নজর রাখছে নির্বাচন কমিশন।

 

আরও পড়ুন, মমতার ছেড়ে যাওয়া আসনে TMC-র প্রথম বিধায়ক, এবার শোভনদেবের হাতে ভবানীপুরে আলো জ্বালানোর ভার  


 
এদিকে সোমবার ভোটের সকালে ভোটের সকালেই হিংসা মুর্শিদাবাদেও। মুর্শিদাবাদের রাণী নগরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ এবং ওই বিধানসভা কেন্দ্রে ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওদিকে বাদ যায়নি গার্ডেনরিচও। ভোটের দিনে গার্ডেনরিচে বেআইনি জমায়েত হতে বাধা দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয়েছে জমায়েতকারীদের।

PREV
click me!

Recommended Stories

Dilip Ghosh: ‘বাবরের নামে কোনও মসজিদ হবে না!’ সরাসরি হুমায়ুনকে চ্যালেঞ্জ দিলীপের
Adhir Ranjan Chowdhury: ‘ভোটের সময় ওনাকে প্রমাণ করতে হয় উনি অনেক বড় হিন্দু!’ মমতাকে ধুয়ে দিলেন অধীর