'বিশ্বভারতীতে আর রাজনীতি হবে না', অধ্যাপিকা সাসপেন্ড-জমি বিতর্কের পর প্রতিশ্রুতি শুভেন্দুর

 

  •  ফের বিতর্কের কারণে শিরোণামে এল বিশ্বভারতী  
  • ভূগোল অধ্যাপিকাকে সাসপেন্ড করল বিশ্বভারতী
  • জমি বিতর্ক-আর্থিক কেলেঙ্কারিতে নাম উঠেছে বারবার 
  • তবে 'আর রাজনীতি হবে না' প্রতিশ্রুতি শুভেন্দু

 'বিশ্বভারতীতে আর রাজনীতি হবে না' , বুধবার মেদিনীপুরের সবংয়ে সভা থেকে জানান শুভেন্দু অধিকারী। এদিকে সবংয়ে সভার আগে আগেই ফের বিতর্কে জড়ায় এবং 
শিরোণামে আসে বিশ্বভারতী।  'ইচ্ছাকৃতভাবে ভূল'-র জন্য ভূগোল বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান সুতপা মুখোপাধ্য়ায়কে সাসপেন্ড করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়। ইতিমধ্য়েই তাকে সাসপেনশনের চিঠি পাঠানো হয়েছে।
 
সূত্রের খবর, সম্প্রতি ভূগোল বিভাগে ভরতি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল নিয়ে অভিযোগ তোলেন এক ছাত্র। এই প্রশ্নপত্র করার সম্পূর্ণ দাড়িত্ব ছিলেন সুতপা মুখোপাধ্য়ায়। এই অভিযোগ শুধু মাত্র ওই ছাত্র অবধিই থেমে থাকে না, জল গড়ায় অনেকদূর। ভূগোল বিভাগের অন্যান্য অধ্য়াপকও দাবি করেন, ইচ্ছাকৃতভাবেই এই প্রশ্নপত্রে ভুল রাখা হয়েছিল। তার পিছনে নির্দিষ্ট কারণও রয়েছে। তা অবশ্য বিস্তারিতভাবে জানানো হয়নি। এই বিষয়টি সামনে আসতেই কর্তৃপক্ষ তাঁকে বিভাগীয় প্রধান পদ থেকে সরিয়ে দিয়েছে। এবং পুরো বিষয়টি তদন্ত করতে চলেছে বিশ্বভারতী।

প্রসঙ্গত, সম্প্রতি একের পর এক বিতর্কের কারণে বারবার নাম উঠে এসেছে বিশ্বভারতীর।পাঁচিল কাণ্ড থেকে জমি বিতর্ক, পিয়ারসন হাসপাতালে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় ফের বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতীর নাম। যেখানে ওষুধের গরমিলের অঙ্ক ২০ লক্ষ টাকারও বেশি। সিএজি রিপোর্টে এই গন্ডোগোল ধরা পরতেই ৫ ফার্মাসিস্টকে শোকজ করে বিশ্বভারতী। রিপোর্ট অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে বুধবার মেদিনীপুরের সবংয়ে সভায় শুভেন্দু অধিকারী বলেন,' বিশ্বভারতীতে রাজনীতি হবে না। তৃণমূলকে উৎখাত করতে হবে। তৃণমূলের নৌকায় জল ঢুকেছে। ভারতী ঘোষ ও শুভেন্দু অধিকারী রাজ্যে পদ্ম ফোটাবো। '
 

Latest Videos

Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু