ভোটের মাঝে ফের প্রশাসনিক রদবদল। রাজ্য়ে চতুর্থ দফার আগে ৩ জেলার মুখ্য নির্বাচনী আধিকারিককে বদলি করল কমিশন। পাশাপাশি কলকাতার ২ টি থানার ওসি বদল করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন, চতুর্থ দফার আগে করোনার ভয়াবহ সংক্রমণ, একদিনে আক্রান্ত ২৩০০ এরও বেশী
রাজ্য়ে চতুর্থ দফার আগে ৩ জেলার মুখ্য নির্বাচনী আধিকারিককে বদলি করল কমিশন। উল্লেখ্য, যদিও যে তিন জেলা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে বদলি করানো হয়েছে, সেখানে ১০ মার্চ শনিবার ভোটগ্রহণ নেই। বুধবার নবান্ন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নিখিল নির্মলের জায়গায় দক্ষিণ দিনাজপুরের জেলাশাসকত হবেন সি মুরুগান। পূর্ব বর্ধমানে এনাউর রহমানের জায়গায় মুখ্য নির্বাচনী আদিকারিক হবেন শিল্পী গৌরীচৌরাশিয়া। পশ্চিম বর্ধমানে পূর্ণেন্দু কুমার মাঝির জায়গায় নির্বাচনী আধিকারিক হবেন অনুরাগ শ্রীবাস্তব।
আরও পড়ুন, আজ বজ্রবিদ্যুৎ সহ ঝাপিয়ে বৃষ্টি শহরে, ঝোড়ো হাওয়া-প্রবল বর্ষণের সতর্কতা ২ মেদিনীপুরে
অপরদিকে, কলকাতার ২ টি থানার ওসি বদল করেছে কমিশন। রিজেন্ট পার্ক থানার ওসি মৃণালকান্তি মুখোপাধ্য়ায়কে সরিয়ে আনা হয়েছে রাম থাপাকে। বাঁশদ্রোণী থানার ওসি প্রতাপ বিশ্বাসকে সরিয়ে আনা হয়েছে মলয় বসুকে। উল্লেখ্য়, চলতি বছরে নির্বাচন ঘোষণার পরপরই রাজ্য জুড়ে প্রশাসনিক রদবদল শুরু করেছে কমিশন। তবে রাজ্য পুলিশির ডিজি বীরেন্দ্র, এডিজি আইন শৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে সরিয়ে দিতেই কমিশনের উপর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।