সোমবার নন্দীগ্রামে দাঁড়িয়ে নিজেকে ভোটপ্রার্থী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। দলত্যাগী শুভেন্দু অধিকারীর কেন্দ্রেই একুশের নির্বাচনে প্রার্থী হতে চলেছেন মমতা। তার জবাব দিতে মঙ্গলবার হেড়িয়ায় সভা করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেই সভাস্থলে যাওয়ার পথে বিজেপির নেতা কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে হয়ে নন্দীগ্রামের তেখালি এলাকা।
আরও পড়ুন-'বিজেপি ভোটের আগে টাকা দেবে, মাংস-ভাত খেয়ে নিও' পুরুলিয়ার জনগণকে পরামর্শ মমতার
সূ্ত্রের খবর, এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সভায় যাচ্ছিলেন বিজেপির নেতা কর্মীরা। খেজুরি থেকে হেড়িয়ার পথে যাওয়ার পথে বিজেপির উপর তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। হামলার জেরে বিজেপির কয়েকজন নেতা কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও, বিজেপির উপর হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই এলাকায় বিজেপির কোনও অস্তিত্ব নেই বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন-'ক্ষমতা থাকলে সায়নীর গায়ে হাত দিন', তথাগতর আইনি পদক্ষেপ নিয়ে হুঁশিয়ারি মমতার
বিজেপির আরও অভিযোগ, খেজুরি এলাকায় দলীয় কর্মী সমর্থকদের উপর বোমা ও ইট ছুঁড়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুভেন্দুর সভায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের হামলার জেরে বেশ কয়েকজন নেতাকর্মী জখম হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, নন্দীগ্রাম, পুরুলিয়া, কলকাতা। এবার হেড়িয়ায় শুভেন্দুর সভার আগেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হল।