করোনার কোপে রাজ্যের আরো এক প্রার্থীর মৃত্যু, এবার প্রাণ হারালেন খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ

  • করোনার কোপে এবার বলি তৃণমূলের প্রার্থী কাজল সিংহ
  • খড়দহের তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি
  • এই নিয়ে রাজ্যে তিন প্রার্থীর মৃত্যু 
  • ভয়ানক পরিস্থিতি বাংলায় 

মিছিল মিটিং-এর ভয়ানক ফল, বেশ কিছুদিন ধরেই আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে মিটিং মিছিল করে রমরমিয়ে চলেছে ভোটের প্রচার। এমন পরিস্থিতিতে রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা ১৪ হাজার পার করেছে। নির্বাচন কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও রকমের জমায়েত করা যাবে না। কোনও রকমের জনসভাও করা যাবে না। 

আরও পড়ুন- সাড়ে চার বছর ধরে আইসিইউ-তেই বাস রাজশ্রী-র, অথচ এখন সে কোভিড আক্রান্ত, কাঠগড়ায় সিএমআরআই

Latest Videos

তবে ততদিনে রাজ্যের ছবিটা বেশ খানিকটা গিয়েছিল পাল্টে। সেই দিকে লক্ষ রেখেই বর্তমানে যে ছবি উঠে এসেছে, তা রীতিমত ভয়ানক পরিস্থিতি পৌঁছে গিয়েছে। এমনই সময় সামনে এলো আরও এক প্রার্থীর মৃত্যু সংবাদ। এবার করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন খড়দহের তৃণমূলের প্রার্থী কাজল সিংহ। 

 

 

ভোটের দিনই করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী টুইট করে জানান, অত্যন্ত দুঃখজনক এই ঘটনা। বেলেঘাটায় রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই নিয়ে এলাকাতে শোকের ছায়া। 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today