বিজেপির পরিবর্তন যাত্রার রথ ভাঙচুর মানিকতলায়, কাঠগড়ায় তৃণমূল, দেখুন ভিডিও

  • বিজেপির পরিবর্তন যাত্রা রথ ভাঙচুরে অভিযোগ
  • কাঠগোড়ায় তৃণমূল, ঘটনাটি ঘটেছে মানিকতলায়
  • চুরি গিয়েছে এলইডি স্ত্রিন, মোবাইল এবং ল্যাপটপ 
  • হামলার খবর পেয়ে রাতেই যান বিজেপি নেতা সব্যসাচী 

Asianet News Bangla | Published : Feb 27, 2021 7:08 AM IST / Updated: Feb 27 2021, 02:12 PM IST

বিজেপির পরিবর্তন যাত্রা রথ ভাঙচুরে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।  ভোটের নির্ঘন্ট প্রকাশের দিনেই বিজেপির পরিবর্তন যাত্রা রথ ভাঙচুরে অভিযোগে কাঠগড়ায় তৃণমূল। ঘটনাটি ঘটেছে মানিকতলার কাদাপাড়া এলাকায়।

আরও পড়ুন, আজ কয়লা কাণ্ডে কলকাতার ব্যবসায়ীকে জরুরী তলব CBI-র, নিজামপ্য়ালেসে চলবে জিজ্ঞাসাবাদ 

ভোটের মুখে রাজনৈতিক উত্তাপে সরগরম রাজ্য-রাজনীতি। বাড়ছে রাজনৈতিক হিংসা। অভিযোগ শুক্রবার রাতে গোডাউনে রাখা বিজেপির পরিবর্তন যাত্রা রথ ভাঙচুর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। আরও অভিযোগ, চুরি গিয়েছে এলইডি স্ত্রিন, মোবাইল এবং ল্যাপটপ। সবে পরশুদিন জেপি নাড্ডা এসেই রাজ্যে লক্ষ্য সোনার বাংলা সূচনা করে এলইডি রথ এর উদ্ধোধন করেন। মূলত এই রথ  এলইডি স্ত্রিনের মাধ্যমে মোদী বার্তা পৌছে দিতে জেলায় জেলায়। অভিযোগ, শুক্রবার রাতে সেই গাড়িগুলিকে বেছে নিয়েই হামলা চালায় ১৫-২০ তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। বাধা পেতেই আক্রান্ত হন গুদামের নিরাপত্তা রক্ষী, গাড়ির চালক, খালাসি সহ একাধিক ব্যাক্তি। 

আরও পড়ুন, কোকেন কাণ্ডে ৩ রাজ্য়ে তল্লাশি চালাল পুলিশ, ওদিকে হুমকি পেয়ে মামলা থেকে সরছেন পামেলার আইনজীবী 


খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় ফুলবাগান থানার পুলিশ। হামলার খবর পেয়ে রাতেই যান বিজেপি নেতা সব্যসাচী দত্ত। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ফুলবাগান থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন সব্যসাচী। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

 

 

Share this article
click me!