বৈশালীকে বহিস্কার করতেই ঢাকঢোল বাজিয়ে মিষ্টি মুখ, বাজি পুড়িয়ে আনন্দে মাতলেন তৃণমূল কর্মীরা

Published : Jan 22, 2021, 10:47 PM ISTUpdated : Jan 22, 2021, 10:53 PM IST
বৈশালীকে বহিস্কার করতেই  ঢাকঢোল বাজিয়ে মিষ্টি মুখ, বাজি পুড়িয়ে আনন্দে মাতলেন তৃণমূল কর্মীরা

সংক্ষিপ্ত

 বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল   বহিস্কারের খবর পেতেই আনন্দে মাতল কর্মীরা  ঢাকঢোল বাজিয়ে মিষ্টি মুখ করলেন তাঁরা   দল থেকে বহিস্কারের পরে কী বললেন বৈশালী


 


বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে দল থেকে বহিস্কারের খবর ছড়িয়ে পড়তেই উচ্ছাসে মাতলেন বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেতা কর্মীরা। ঢাকঢোল বাজিয়ে বাজি ফাটিয়ে মিষ্টি মুখ করলেন তাঁরা। যদিও উলটপূরাণ বৈশালীর প্রতিক্রিয়ায়।  

আরও পড়ুন, 'রাজীবের কান্না আসলে নাটক', মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতেই রাজীবকে নিশানা অরুপের  

 

 

তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৈলাশ মিশ্র জানিয়েছেন, দলের সিদ্ধান্তে খুশী বালির তৃণমূল কর্মীরা এমনকি এলাকার মানুষ। বৈশালী ডালমিয়াকে আরও আগেই দল থেকে বহিস্কার করা উচিত ছিল। কারন দলে থেকে উনি দল বিরোধী কাজ করছিলেন। দলবিরোধী মন্তব্য করেছিলেন। দেরিতে হলেও দল বৈশালী ডালমিয়াকে বহিস্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে তাতেই তৃণমূল কর্মীরা উচ্ছসিত।

 

 

আরও পড়ুন, রাজীবের মন্ত্রিত্ব ছাড়ায় ব্যাথিত বিধানসভার স্পিকার, 'দেখ তৃণমূল কেমন লাগে', খোঁচা শুভেন্দুর 

 

 

বহিষ্কারের খবর পেতেই বালির বিধায়ক বৈশালী ডালমিয়া বলেছেন, 'আমি খুব খুশি হলাম। ভাল হল, আমাকে বিড়ম্বনায় ফেলা হল না। বলেছিলাম দলের ভিতর উইপোকারা পুরোনো কর্মীদের কাজ করতে দেয় না। তাঁদের সরিয়ে দেওয়া উচিত। নেতাদের সঙ্গে স্বচ্ছ ভাবমূতির ভোটারররাও সরে যাবে। রাজীব বা অন্য কারও মতো ব্যাখ্য়া দেওয়ার প্রয়োজন হল নাষ মানুষের জন্য়ে কাজ করব, মানুষের পাশে থাকব।' 

PREV
click me!

Recommended Stories

'আপনার ভাইপো বৌকেও ঘুগনি বানিয়ে বিক্রি করতে বলুন', মমতাকে ধুয়ে যা বললেন সুকান্ত
Saraswati Puja 2026: ১৭ বছরে পা দিয়ে রাজাপুর যুবকবৃন্দের ‘মেগা’ সরস্বতী পুজো! দেখলেই চোখ ছানাবড়া