জয়পুরে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন 'যুব সভাপতি', দলত্যাগে বেকায়দায় ঘাসফুল শিবির

Published : Mar 07, 2021, 12:05 AM IST
জয়পুরে তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন 'যুব সভাপতি', দলত্যাগে বেকায়দায় ঘাসফুল শিবির

সংক্ষিপ্ত

জয়পুর বিধানসভায় তৃণমূলের প্রার্থী উজ্জল কুমার তা নিয়ে ক্ষোভ উগরে দিলেন যুব সভাপতি একেবারে দলত্যাগ করেই বসলেন এবার লড়বেন নির্দল প্রার্থী হিসাবে

তৃণমূল প্রার্থী নিয়ে বিক্ষোভ, জয়পুর বিধানসভায় দলত্যাগ করলেন যুব সভাপতি। লড়বেন নির্দল প্রার্থী হিসাবে।
জয়পুর বিধানসভায় শাসক দল প্রার্থী হিসাবে উজ্জল কুমারের নাম ঘোষণা করেছে।

তারপরই জয়পুর ব্লকের তৃণমুলের যুব সভাপতি দিব্য জ্যোতি সিং দে-ও মনোনয়নপত্র তোলেন। শনিবার, জয়পুর রাজশ্রী রাজ পরিবারে এক সভায় তিনি তাঁর সমর্থকদের জানান, দিদির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে কাজ করেছেন। কিন্তু, তার ফলাফল, তাঁকে টিকিট দেওয়া হয়নি। তাঁর আর দলের মধ্যে কোনও স্থান নেই বলে মনে করচেন বলে জানান।


তিনি আরও জানান, তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন। তাঁর সহকর্মী সমর্থকরাও সভায় জয়পুর বিধানসভা কেন্দ্রে তাঁকে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে বিপুল ভোটে জেতানোর প্রতিজ্ঞা করেন।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমস্ত জয়পুর বিধানসভায় অঞ্চল থেকে তৃণমূলের ব্লক ও বুথ স্তরের কর্মী সমর্থকরা। আর বিধানসভা ভোটের মুখে এই দলত্যাগের কারণে বেশ কোনঠাসা শাসক শিবির।

 

PREV
click me!

Recommended Stories

ফের পৃথক কামতাপুর রাজ্যের দাবি, মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে রেল অবরোধ
RG Kar Case : আদালতে CBI আধিকারিকের চাঞ্চল্যকর স্বীকারোক্তি! কী বললেন তিলোত্তমার মা-বাবা?