'নিখোঁজ অমিত শাহ', স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভবানীপুর থানায় মিসিং ডাইরি করল TMCP

Published : May 14, 2021, 10:32 AM ISTUpdated : Jun 01, 2021, 12:54 PM IST
'নিখোঁজ অমিত শাহ',  স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভবানীপুর থানায় মিসিং ডাইরি করল TMCP

সংক্ষিপ্ত

'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিখোঁজ' ভবানীপুরে মিসিং ডাইরি করল টিএমসিপি  'কোভিডের জন্য দায়ী  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ' এমনটাই দাবি করছে তৃণমূল ছাত্র পরিষদ

'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিখোঁজ', ভবানীপুর থানায় নিখোঁজের ডাইরি করল টিএমসিপি (TMCP)। মূলত এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে  দিল্লিতে মিসিং ডাইরি করেছিল এনএসইউআই (NSUI)। এবার সেই একই পথে হাঁটল দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিরূপ মুখোপাধ্যায়। 

আরও পড়ুন, করোনা আক্রান্ত সস্ত্রীক মুকুল রায়, কোভিডে মাকে হারালেন শতরূপ ঘোষ 


বৃহস্পতিবার 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেখা নেই, তিনি নিখোঁজ', বলে দিল্লিতে মিসিং ডাইরি করেছিল এনএসইউআই। এমনকি টুইটারে এটা ট্রেন্ডিংও দেখাচ্ছিল।বিষয়টি নিয়ে  এবার দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের নেতা অভিরূপ মুখোপাধ্যায় জানিয়েছেন, 'ভোটের সময় বাংলায় দিনরাত দেখা যেত অমিত শাহকে। ভোট মিটতেই তাঁর আর কোনও খবর নেই। উনি কোথায় আছেন এনিয়ে আমি উদ্বিগ্ন। আপনি কড়া ব্যবস্থা নিয়ে আমায় স্বস্থি দিন। আমি বাধিত থাকব। ' বাংলায় কোভিডের জন্য অমিত শাহকেই দায়ী করছে তৃণমূল ছাত্র পরিষদ। মিসিং ডাইরিতে অভিরূপ দাবি করেছেন, নির্বাচনের আগে উনি একাধিকবার এসেছেন। বাংলার কোভিডের দ্বিতীয় ঢেউয়ের উৎস অমিত শাহ।'

 আরও পড়ুন, করোনাজয়ী হয়েও ফের অসুস্থ খাদ্যমন্ত্রী, রথীন ঘোষের শারীরিক অবস্থার খবর নিলেন মুখ্যমন্ত্রী 


অপরদিকে, দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ থানায় ডাইরি করেছেন এনএসইউআই (NSUI)এর জাতীয় সম্পাদক নাগেশ কারিয়াপ্পা। তিনি বলেছেন, করোনা পরিস্থিতিতে দেখা নেই কেন্দ্রীয় সরকাররের দ্বিতীয় ক্ষমতাবান এবং দায়িত্বশীল মন্ত্রীর। অমিত শাহ কি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বিজেপির, আমরা উত্তরের অপেক্ষায় রয়েছে।'


 

PREV
click me!

Recommended Stories

"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র
'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার