সংক্ষিপ্ত

  •  সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন বিধায়ক মুকুল রায়  
  •  এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন তিনি 
  •  কিন্তু তাঁর স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে  
  •  করোনায় মাকে হারালেন বামপন্থী যুবনেতা শতরূপ 


 সস্ত্রীক করোনা আক্রান্ত হলেন বিজেপি নেতা তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। কয়েকদিন আগেই বিধায়ক হিসেবে শপথ নিতে এসেছিলেন বিধানসভায়। দিয়েছিলেন দলীয় বৈঠকেও যোগ। আর এবার তিনি করোনা আক্রান্ত হলেন। পাশাপাশি করোনায় মাকে হারালেন বামপন্থী যুবনেতা শতরূপ ঘোষ।

আরও পড়ুন, ঠাকুরপুকুরে কোভিডে মৃত ছেলের সঙ্গে আটকে প্যারালাইজড মা, ৭ ঘন্টা পর উদ্ধারে এল পুলিশ-পুরসভা 

 


বিজেপি সূত্রে খবর,  করোনা উপসর্গ আসতেই প্রথমে করোনা পরীক্ষা করেছিলেন মুকুল রায়। রিপোর্ট এরপর পজিটিভ আসে। আক্রান্ত হয়ে এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছেন তিনি। কিন্তু তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। যদিও উল্লেখ্য, গত বছরের শেষের দিকে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুকুল। সেবার গল ব্লাডার অপারেশন করতে হয়েছিল তাঁকে। উল্লেখ্য, চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যের রাজনীতিতেও বড় সড় প্রভাব ফেলেছে। ইতিমধ্যেই করোনায় প্রাণ হারিয়েছেন একুশের একাধিক প্রার্থী। শামসেরগঞ্জ, জঙ্গীপুর, খড়দার প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছে। এর আগে আক্রান্ত হয়েছে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। যাদবপুরের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। বিজেপির বাবুল সুপ্রিয়ও করোনা আক্রান্ত হয়েছিলেন।  

আরও পড়ুন, ভিন রাজ্য থেকে কোভিড দেহ ভেসে আসতে পারে বাংলায়, নবান্নের নির্দেশে কড়া নজরদারি গঙ্গায় . 

 


অপরদিকে ভয়াবহ করোনায়  মাকে হারালেন বামপন্থী যুবনেতা শতরূপ ঘোষ। বৃহস্পতিবার সকাল ৬ টা ৪০ মিনিটে প্রাণ হারিয়েছেন শীলা ঘোষ। বেশ অনেক দিন ধরেই শতরূপের মা-বাবা বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনা আক্রান্ত হয়ে বাবা ফিরলেও মাকে চিরতরে হারিয়েছেন শতরূপ।