কোভিড বিধি শিকেয় তুলে বিজয় উৎসবে তৃণমূল কর্মীরা, কড়া কমিশন

Published : May 02, 2021, 02:16 PM IST
কোভিড বিধি শিকেয় তুলে বিজয় উৎসবে তৃণমূল কর্মীরা, কড়া কমিশন

সংক্ষিপ্ত

কমিশন জানিয়ে দিয়েছে কোনও রকম বিজয় উৎসব করা যাবে না জয় পালনের জন্য করা যাবে না জমায়েত বিজয় উৎসব হলে সংশ্লিষ্ট থানাকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবু মানা হচ্ছে না করোনা বিধি 

রাজ্য জুড়ে বিভিন্ন কেন্দ্রে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ট্রেন্ড মোটামুটি ভাবে স্পষ্ট। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব। চলছে নাচ গান, সবুজ আবির খেলা। কিন্তু কোথাও মানা হচ্ছে না কোভিড বিধি। ফলে গোটা ঘটনায় বেশ বিরক্ত নির্বাচন কমিশন। 

কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনও রকম বিজয় উৎসব করা যাবে না। জয় পালনের জন্য করা যাবে না জমায়েত। যারা এতে অংশ নিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে সরাসরি এফআইআর দায়ের করা হবে। যে সব প্রশাসনিক আধিকারিকরা দায়িত্বে রয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বিজয় উৎসব হলে সংশ্লিষ্ট থানাকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, কোনও জমায়েত করা চলছে না। করা যাবে না কোনও বিজয় উৎসব। 

তবে সারা রাজ্য থেকে যে ছবি দেখা যাচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিজয় উৎসবে কোথাও সামাজিক বিধি মেনে চলা বা শারীরিক দূরত্ব বজায় রাখার ছবি চোখে পড়েনি। এমনকী বিভিন্ন জায়গাতেই কর্মীদের মাস্কও পরতে দেখা যায়নি বলে অভিযোগ। 

এদিকে, রবিবার ফলপ্রকাশের অপেক্ষায় সারা বাংলা তথা দেশ। নীলবাড়িতে বিরাজ করবে কে, এ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ভোটবাক্সে। তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই ট্রেন্ড ইতিমধ্যে দিনের আলোর মত পরিষ্কার। অবেশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। এদিন ভাগ্য নির্ধারণ হচ্ছে বাংলার সব হেভিওয়েট প্রার্থীর। তবে গেরুয়া ঝড়ের যে আশা করেছিলেন বিজেপি কর্মীরা, সেই আশায় কার্যত জল ঢেলেছে তৃণমূল। 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ