আজ ঠাকুর বাড়িতে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী, বহুদিন পর দলীয় কর্মসূচীতে ফিরলেন শান্তুনু ঠাকুর

  • শুক্রবার ঠাকুর বাড়িতে এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী
  • বেলা সাড়ে এগারোটায়  পৌছান  গজেন্দ্র সিং শিখওয়াত
  • সেখানেই তিন গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করেন 
  • এদিকে বহুদিন পর দলীয় কর্মসূচীতে ফিরলেন শান্তুনু  
     

শুক্রবার উ: ২৪ পরগনা জেলার গাইঘাটার ঠাকুর বাড়িতে এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শিখওয়াত | বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি ঠাকুর নগরে ঠাকুরবাড়ি পৌছান তিনি| সেখানেই তিন গৃহ সম্পর্ক অভিযানের সূচনা করেন। 

কর্মসূচীতে সাথে ছিলেন বনগাঁ লোকসভার বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর | নাগরিক আইন নিয়ে বেসুরো কথা বলা সাংসদ শান্তুনু ঠাকুরের দীর্ঘ দিন পরে দলীয় কর্মসূচীতে যোগদান করলেন | সম্প্রতি খাদ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের উঃ ২৪ জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তাঁকে তৃনমূলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন | বিতর্ক দানা বাধ ছিল তাঁকে নিয়ে | শুক্রবার দলীয় কর্মসূচীতে যোগদান  তাৎপর্য বাড়াচ্ছে রাজনৈতিক মহলে | শুক্রবারের কর্মসূচীতে ভিড় জমান বিজেপির প্রচুর পুরুষ ও মহিলা সমর্থকরা | এদিকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী বর্তমান রাজ্য সরকারের সমালোচনা করে  রাজ্যে পরিবর্তন আনার জন্য সাধারন মানুষের কাছে আহ্বান জানান |

Latest Videos


এদিকে  বহুদিন পর দলীয় কর্মসূচীতে ফিরলেন শান্তুনু ঠাকুর। মাঝে তিনি মতুয়াদের প্রতি মমতার উদ্য়োগ-পরিষেবা নিয়ে তৃণমূলের পক্ষে কথা বলে ফেলেন। একে পুজোর পরে বাংলায় এসে মতুয়া সম্প্রদায়ের কাছে যাননি শাহ। তার উপর শান্তুনু ঠাকুরের মন্তব্য ঘিরে বিতর্ক মোড় নেয়। জলঘোলা করে ঘাসফুল শিবির। তবে চলতি মাসের শেষে সিএএ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে বনগাঁয় মতুয়াদের কাছে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সেদিক থেকে শুক্রবারে বহুদিন পর দলীয় কর্মসূচীতে শান্তুনু ঠাকুরের ফেরা নিয়ে স্বস্তি ফিরল দলে।


 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'মমতা পশ্চিমবঙ্গে ১ কোটি রোহিঙ্গা ঢুকিয়েছে', বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee