বেলা সাড়ে এগারোটাতেই প্রায় তৃণমূলের জয় পরিষ্কার, বিজেপি কি আটকে যাবে দুই অঙ্কেই

Published : May 02, 2021, 11:36 AM IST
বেলা সাড়ে এগারোটাতেই প্রায় তৃণমূলের জয় পরিষ্কার, বিজেপি কি আটকে যাবে দুই অঙ্কেই

সংক্ষিপ্ত

ভোটের প্রবণতা বলছে তৃণমূলই ফিরছে ক্ষমতায় বিজেপি আটকে যেতেপারে দুই অঙ্কেই বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ভোটের প্রবণতা তেমনই বলছে কারা কয়টি আসনে এগিয়ে

বেশিরভাগ জায়গাতেই ২ থেকে ৩ রাউন্ডের গণনা শেষ হয়েছে। অনেক জায়গাতেই ১৮ থেকে ২০ রাউন্ড ভোট গণনা করা হবে। তাই এখনই হয়তো ফল বলে দেওয়া যাবে না, কিন্তু ভোটের প্রবণতা বলছে তৃণমূলের ক্ষমতায় ফেরার ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের দাবি মতো বিজেপি দুই অঙ্কের আসনেই আটকে যেতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।

বেলা সাড়ে ১১টা নাগাদ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস ১৯৩টি আসনে এগিয়ে আছে। আর বিজেপি এগিয়ে ৯৬টি আসনে। অন্যদিকে, সংযুক্ত মোর্চাকে প্রায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখনও অবধি যে ফলাফল সামনে এসেছে, তাতে তৃতীয় পক্ষ এগিয়ে মাত্র ১টি আসনে।

ভোট শতাংশের নিরিখেও অনেক এগিয়ে তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত গণনা হওয়া ভোটের প্রায় ৫০ শতাংশ ভোট গিয়েছে তৃণমূলের ঝুলিতে। আর বিজেপি রয়েছে অনেকটা পিছনে। ৩৬ শতাংশ মতো ভোট পেয়েছে তারা। আর বামেদদের ভোট নেমে এসেছে প্রায় ৩ শতাংশে, কংগ্রেস ২.৫ শতাংশ।

 

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ