বেলা ১২তেই ২০০ পার করল তৃণমূল, এখনও পিছিয়ে মমতা - ক্রমে মিলিয়ে যাচ্ছে গেরুয়া রঙ

২০০ আসনে এগিয়ে গেল তৃণমূল

বিজেপি আটকে সেই দুই অঙ্কেই

সংযুক্ত মোর্চাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না

দেখে নিন বেলা বারোটা পর্যন্ত ভোটের প্রবণতা

 

এবারের নির্বাচনের শুরু থেকে তৃণমূল কংগ্রেস বলেছিল তারা ২০০ আসনের বেশি আসন পাবে। বিজেপি নেতারাও বারবার ২০০-র বেশি আসনে জয়ের কথা বলেছিলেন। ফলাফলের দিন কিন্তু দেখা যাচ্ছে, বেলা ১২টাতেই ২০০ আসনের বেশি আসনে এগিয়ে গেল তৃণমূল কংগ্রেস। এখনও পর্যন্ত তারা ২০৪ আসনে এগিয়ে। অন্যদিকে বিজেপি এগিয়ে মাত্র ৮৫ আসনে। আস তৃতীয় পক্ষ সংযুক্ত মোর্চাকে এখনও পর্যন্ত খুঁজেই পাওয়া যাচ্ছে না বললে চলে। তারা এগিয়ে মাত্র ১টি আসনে। আর অন্যান্যরা এগিয়ে ২টি আসনে।

তবে এবারের নির্বাচনের হটস্পট নন্দীগ্রামে এখনও পর্যন্ত এগিয়ে আছেন শুভেন্দু অধিকারীই। এখনও পিছিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে প্রথম তিন রাউন্ডের গণনার পর যেরকম প্রায় ৮০০০ ভোটের ব্যবধান ছিল, তা ধীরে ধীরে কমছে। এখন দুই যুযুধান পক্ষের মধ্যে ব্যবধান ৪০০০-এর মতো। তৃণমূলের দাবি নন্দীগ্রাম ব্লক ১-এর ফল গোনা হচ্ছে প্রথমে। ২ নম্বর ব্লকে গণনা শুরু হলেই মমতা অনেকটাই এগিয়ে যাবেন।

Latest Videos

মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে থাকলেও, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্য়ায়, অরূপ বিশ্বাসদের মতো বড় মাপের তৃণমূল কংগ্রেস নেতারা প্রত্যেকেই নিশ্চিন্ত ব্যবধানে এগিয়ে আছেন। ক্রমেই বাংলার জনাদেশ স্পষ্ট হয়ে যাচ্ছে। তৃতীয় বারের জন্যও ক্ষমতায় ফিরতে চলেছে তৃণমূল কংগ্রেস, এটা এখন বলে দেওয়াই যায়। ২০০-র বেশি আসন জিতে সরকার গড়ার কথা বললেও অনেকটাই পিছনে থাকছে বিজেপি। আর বাম-কংগ্রেসের রক্তক্ষরণ, ভাইজানও আটকাতে পারলেন না।

 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today