কলকাতার ১০ আসনেই ফুটছে ঘাসফুল, মাত্র ১টি যেতে পারে পদ্ম শিবিরে


বেশ কয়েক রাউন্ডের গণনা বাকি

তাও ফলের প্রবণতা এখনই মোটামুটি স্পষ্ট

ক্ষমতা ধরে রাখছে তৃণমূল কংগ্রেসই

কলকাতার ১১টি আসনের কী ছবি

এখনও বেশ কয়েক রাউন্ডের গণনা বাকি। কিন্তু, নির্বাচনের ফলের প্রবণতা এখনই মোটামুটি স্পষ্ট। ক্ষমতা ধরে রাখছে তৃণমূল কংগ্রেসই। বেলা যত বাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সবুজ আবির নিয়ে জড়ো হচ্ছেন কর্মী সমর্থকরা। ছবিটার ব্যতিক্রম নেই কলকাতায়। কলকাতার ১১টি আসনের মধ্যে ১০টি আসনেই এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা।

কলকাতা বন্দরে তৃণমূল প্রার্থী হয়েছিলেন বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রথম ৪ রাউন্ডের গণনার শেষে তিনি ৩৬,০০০-এরও বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। ভবানীপুর, যে কেন্দ্র থেকে এতদিন প্রার্থী ছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে এইবার তৃণমূল প্রার্থী করেছিল আরেক বিদায়ী মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে। তিনি এই মুহূর্তে বিজেপির রুদ্রনীল ঘোষের থেকে ২২৪৫৭ ভোটে এগিয়ে। বালিগঞ্জে আরেক হেভিওয়েট মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায় এগিয়ে রয়েছেন ২১৩৫৬ ভোটে।

Latest Videos

রাসবিহারী আসনে ২০১৯ সালে লোকসভা ভোটের ফলের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। এই আসনে এইবার প্রথমবার বিধানসভায় প্রার্থী হয়েছিলেন কলকাতা পুরসভার দাপুটে পুরপিতা দেবাশীষ কুমার। এই মুহূর্তে ২৩০০ ভোটে এগিয়ে রয়েছেন। কাশীপুর-বেলগাছিয়া কেন্দ্রে পুরসভা থেকে আরেক নেতা অতীন ঘোষকে তুলে এনে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি-র শিবাজি সিংহ রায়ের থেকে তিনি ৩,১০১ ভোটে এগিয়ে রয়েছেন। মানিকতলায় এগিয়ে পর পর আটবারের জয়ী বিধায়ক সাধন পাণ্ডেও।

এছাড়া, চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নয়না বন্দোপাধ্যায়, এন্টালি-তে টিএমসি-র স্বর্ণকমল সাহা, বেলেঘাটায় তৃণমূলের পরেশ পাল, শ্যামপুকুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শশী পাঁজা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছেন।

কলকাতার বুকে একমাত্র জোড়াসাঁকো কেন্দ্রে পদ্ম ফোটার সম্ভাবনা তৈরি হয়েছে। রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত জোড়াসাঁকোয় একেবারে শুরু থেকেই পিছিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের বিবেক গুপ্ত। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী মিনাদেবী পুরোহিত।

 

Share this article
click me!

Latest Videos

Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
ছয় Bidhan Sabha কেন্দ্রের ছটিতেই এগিয়ে TMC, আবির খেলায় মাতলেন গঙ্গাসাগরের তৃণমূল কর্মীসমর্থকরা
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari