যোগী রাজ্য়ে যাবে বাংলার বরাদ্দ অক্সিজেন, ' তাহলে আমরা কোথা থেকে পাব'-প্রশ্ন মমতার

  • কোভিডের জেরে  দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার 
  •  রাজ্য় থেকে অক্সিজেন বাইরে না পাঠাতে কেন্দ্রকে অনুরোধ
  • শুক্রবার চিঠি দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্যায় 
  • ' তাহলে আমরা কোথা থেকে পাব', সভায় প্রশ্ন মমতার 


কোভিডে ভয়াবহ অবস্থায় দেশ জুড়ে অক্সিজেনের হাহাকার। এমনইসময় পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে অক্সিজেন রফতানি না করার জন্য কেন্দ্রকে অনুরোধ করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গেও পরবর্তী পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতি হওয়ার আশঙ্কায় এই আবেদন জানাল রাজ্য। 

 

Latest Videos

আরও পড়ুন, করোনার বড় থাবা পুলিশ মহলে, আক্রান্ত হয়ে আইসোলেশনে পুলিশ সুপার সহ পরিবার 

 

 

এদিকে এএনআই-এর প্রকাশ করা বিবৃতি অনুযায়ী হাসপাতালের এক মেডিক্যাল ডিরেক্টর জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টার তাদের হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন খুব অসুস্থ রোগীর মৃত্যু হয়েছে। যদিও তা পরে খবর পুরোপুরি সঠিক নয় বলে দাবি করেছেন শ্রী গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডিএস রানা। তবুও এটা সত্যি যে, সারা দেশ জুড়ে কোভিড আক্রান্তরা ঠাসাঠাসি করে কোনও রকম হাসপাতালের বেডে। সারা দেশেরই সংবাদমাধ্যম তথা সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে প্রকাশ্যে এসেছে সেই দৃশ্য। বেড কমলেও অক্সিজেনের ঘাটতি যে আরও ভয়াবহ তা নিয়ে চিন্তায় চিকিৎসকেরাও। এমনই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে অক্সিজেন রফতানি না করার জন্য কেন্দ্রকে অনুরোধ করল রাজ্য সরকার। কারণ ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও একই অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছেন অনেক বিশেষজ্ঞই। এবং সেই ধারণা থেকেই কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণকে শুক্রবার অক্সিজেন সম্পর্কে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্যায়। 

 

আরও পড়ুন, রাজ্য়ে ভয়াবহ কোভিডের মাঝে বাকি ২ দফা ভোট, আজই জরুরী বৈঠকে কমিশনের ফুলবেঞ্চ  

 

 

অপরদিকে এদিন দুর্গাপুর থেকে ভার্চুয়াল সভা করে মমতা গুরুতর অভিযোগ এনে বলেছেন, বাংলার অক্সিজেন সাপ্লাই চেন সেল উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে কেন্দ্র। তাহলে আমরা কোথা থেকে অক্সিজেন পাব বলে প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তাই কেন্দ্রকে পাঠানো রাজ্য়ের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই মুহূর্তে ২০০ মেট্রিক টন করে অক্সিজেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু দ্রুত চাহিদা বাড়ছে। রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন। তাই এই পরিস্থিতিতে স্বাস্থ্য়খাতে জন্য বরাদ্দ অক্সিজেন যেনও কোথায় বা অন্য কোনও রাজ্যে না সরানো হয় বলে অনুরোধ করা হয়েছে চিঠিতে। 

 

/>  

 

Share this article
click me!

Latest Videos

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে 'বিস্ফোরক' প্রতিক্রিয়া চিরঞ্জিতের | Chiranjeet | India Bangladesh News
'মনে হয়, চিন্ময় প্রভুকে জামিন দেবে না আদালত' তাহলে কি করবেন! দেখুন | Chinmoy Krishna Das | Banglades
Amit Shah Live : লোকসভায় পেশ One Nation One Election বিল পেশ, কি বললেন অমিত শাহ? দেখুন
Potato Price Hike : Kolkata-র বাজারে আলুর দাম বাড়িয়ে বিক্রি! অ্যাকশনে টাস্ক ফোর্স
Bangladesh-এর সংখ্যালঘুদের অবস্থা নিয়ে অকপট বাংলাদেশের আইনজীবী Rabindra Ghosh | Bangladesh Crisis