২১-এর ভোটযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। দলের প্রার্থীদের জন্য বিধানসভা নির্বাচনে জোরকদমে চলছে শেষ মুহূর্তের ভোটের প্রচার। তারকারাও সামিল হয়েছেন ভোট প্রচারে। আজ ষষ্ঠদফার নির্বাচন। ষষ্ঠ দফার ভোটে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র কৃষ্ণনগর উত্তর। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই টিকিট পেয়েছেন রুপোলি পর্দার অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী হয়েছেন কৌশানি। তাঁর উল্টোদিকে যিনি রয়েছেন, তাঁর ধার ও ভার নায়িকার চেয়ে অনেকগুন বেশি। তিনি হলেন পোড় খাওয়া রাজনীতিক মুকুল রায়। রাজ্যসভার সাংসদ ও তৃণমূলের ঘর ভাঙার অন্যতম হোতা বলেই পরিচিত মুকুল রায়।
মন্দিরে পুজো দিয়েই ভোট পরিদর্শনে বেরিয়ে পড়েছেন অভিনেত্রী কৌশানি মুখার্জি। ভোটের দিনই আত্মবিশ্বাসের সুরে বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে বিঁধলেন কৌশানি। অভিনেত্রী জানিয়েছেন, 'মুকুল রায় আগেই হেরে গিয়েছেন, উনি আমার বাবার বয়সী, ওকে সম্মান করি। ব্যক্তিগত ভাবে ওনার প্রতি কোনও ক্ষোভ নেই।' মুকুল রায়ের মতো হেভিওয়েট প্রার্থীর প্রতিপক্ষ হলেও কৌশানি তাতে একটুও ঘাবড়াচ্ছেন না। মুকুল সম্পর্কে তাঁর বক্তব্য ,'উনি নিজেকে নিজে শক্তিশালী ভাবতে পারেন কিন্তু আমি বা তৃণমূল কংগ্রেস ওনাকে কোনমতেই শক্তিশালী ভাবে না'। এবং আসন জেতার বিষয়েও অনেকটাই আত্মবিশ্বাসী কৌশানি।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জি ভোটের প্রচারে বেরিয়েই একটি মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কৌশানি। প্রচারে বেরিয়ে কৌশানি বলেন, 'এদিকে আয়, এদিকে আয়, তোদের বাবা বিজিপে, ঘরে সবার কিন্তু মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি'। তারকা প্রার্থীর এই মন্তব্যেই বিতর্কের পারদ চড়চড়িয়ে বাড়ছে। বিজেপি -এর পেজ থেকেই ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়েছিল। ভোটের মধ্যে কৌশানির এই ভিডিওকে কেন্দ্র করে উত্তাল রাজনীতি। বিরোধী পক্ষ এই ভিডিওকে সামনে রেখেই আক্রমণ করছেন শাসকদলকে। বিজেপির অভিযোগ, প্রচারে বেরিয়ে আমজনতাকে ভয় দেখিয়ে শাসানি দিচ্ছেন তৃণমূল তারকা প্রার্থী। যদিও কৌশানি নিজের জায়গায় অনড়। তারকা প্রার্থী কৌশানি জানাচ্ছেন তার মন্তব্যকে ভুল ব্যাখা করা হচ্ছে। এমনকী তিনি আরও বলেছেন, বিজেপি শাসিত বিহার, উত্তরপ্রদেশে যেভাবে মেয়েদের উপর নির্যাতন করা হয়, তা দেখেই এই মন্তব্য। ভোটযুদ্ধের মধ্যে নয়া বিতর্কে জড়িয়ে কৌশানি বলেন, 'পুরো মন্তব্যের খানিকটা অংশ কেটে নিয়ে অপপ্রচার চালাছে বিজেপি। এটা পুরোপুরি পদ্ম শিবিরের চক্রান্ত। পুরো ভিডিওটি না দেখিয়ে, কিছুটা অংশ কেটে নিয়ে তা ভাইরাল করেছে পদ্মশিবির। , পুরো ভিডিয়োটি যাতে তাঁরা প্রকাশ করেন আমি আমার টিমকে বলব। সাধারণ মানুষ যাতে সবটা দেখতে পান, এবং নিজেরাই তার বিচার করেন।' তারপর নিজের বক্তব্যের সমর্থনে ভিডিওর প্রমাণও দেন অভিনেত্রী।